Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৪, ২০২৪

মহাকাশে রিসাইকেল্ড রকেট রুমি ১ । সফল উৎক্ষেপন ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
মহাকাশে রিসাইকেল্ড রকেট রুমি ১ । সফল উৎক্ষেপন ভারতের

ভারতের মহাকাশ গবেষনার ক্ষেত্রে যোগ হল আরও এক পালক। ভারত তার প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট রুমি–১ (RHUMI-1)‌‌ সফলভাবে উৎক্ষেপন করেছে। আজ সকালে চেন্নাইয়ের তিরুভিদান্ধাই থেকে একটি মোবাইল লঞ্চার ব্যবহার করে রকেটটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়।এই রকেটের মাধ্যমেই মহাকাশে পাঠানো হয়ে ৩টি কিউব স্যাটেলাইট, ৫০টি পিকো স্যাটেলাইট।

ইসরোর প্রাক্তন ডিরেক্টর ডঃ মাইলসোয়ামি আন্না দুরাইয়ের নেতৃত্বে স্পেস জোনের প্রতিষ্ঠাতা আনন্দ মেগালিঙ্গমের নেতৃত্বে মিশন রুমি–১ করা মহাকাশে পাঠানো হল। মার্টিন গ্রুপের সহায়তায় তামিলনাড়ুর স্টার্ট আপ কোম্পানি স্পেস জোন ইন্ডিয়া এই হাইব্রিড মিশনটির দায়িত্ব নিয়েছিল। হাইব্রিড রকেট পেলোড রিলিজ করে দেবে এবং তা সমুদ্রে গিয়ে পড়বে। পরে তা আবার ব্যবহার করা যাবে। এই মহাকাশ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘মিশন রুমি ১’।

এই স্যাটেলাইটটি বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের গবেষণার উদ্দেশ্যে ডেটা সংগ্রহ করবে। রুমি–১ রকেট একটি জেনেরিক জ্বালানিভিত্তিক হাইব্রিড মোটর এবং বৈদ্যুতিকভাবে ট্রিগার করা প্যারাসুট দিয়ে সজ্জিত এবং ১০০ শতাংশ পাইরোটেকনিকমুক্ত। স্পেস জোন ইন্ডিয়ার লক্ষ্য হল মহাকাশ শিল্পে কম খরচে, দীর্ঘমেয়াদী সমাধান প্রদান করা। সেই লক্ষ্যেই রুমি–১ মিশন তৈরি করা হয়েছে।

স্পেস জোনের প্রতিষ্ঠাতা আনন্দ মেগালিঙ্গম জানান, ‘‌রকেটের এয়ারফ্রেমে কার্বন ফাইবার, কাচের ফাইবার ব্যবহার করা হয়েছে। পাইরো টেকনিক পদ্ধতির সাহায্যে প্যারাশ্যুট ডেপ্লয়মেন্ট সিস্টেম আছে। হাইব্রিড প্রপালশন সিস্টেম রয়েছে। জ্বালানি হিসাবে নাইট্রাস অক্সাইড আর ওয়াক্স ফুয়েল সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে। ট্রাইনাইট্রোটোলুইন ব্যবহার করা হয়নি।’‌ নিজের ছেলে রুমেন্দ্রনের নামে রুমি-১ রাখা হয়েছে বলে জানিয়েছেন আনন্দ মেগালিঙ্গম।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!