- বৈষয়িক
- সেপ্টেম্বর ১, ২০২২
তিন মাসে ভারতের আর্থিক বৃদ্ধি বিস্মকর! বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস, দ্রুত টপকাবে চিনকে।
বিশ্ব ব্যাঙ্কের পুর্বাবাস মিলে গেল। করোনার ধাক্কা সামলে নিল ভারত। বৃদ্ধির হার বাড়ল। চিনের অবস্থা ভালো নয়। মন্দার কবলে পড়েছে অর্থনীতি।

চিত্র সংগৃহীত
বিশ্ব ব্যাঙ্কের পুর্বাবাস মিলে গেল। করোনার ধাক্কা সামলে নিল ভারত। বৃদ্ধির হার বাড়ল। চিনের অবস্থা ভালো নয়। মন্দার কবলে পড়েছে অর্থনীতি। বৃদ্ধি কমবে। বিভিন্ন দেশকে অতিরিক্ত অর্থ সাহায্য, বেল্ট অ্যান্ড রোদ ইনিশিয়েটিভে বিপুল খরচের জন্য চিনে অর্থসঙ্কট দেখা দিচ্ছে। ১৯১৯ সালের সমীক্ষায় রিপোর্ট বিশ্বব্যাঙ্ক বলেছিল , সুচিন্তিত পতিকল্পনার জন্য ভারত অতিদ্রুত চিনকে অতিক্রম করে যাবে। পরিসংখ্যানে বলা হয়েছে, এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত, ভারতের আর্থিক বৃদ্ধির হার হয়েছে ১৩.৫ শতাংশ। বৃদ্ধি অব্যাহত হতে থাকবে।
❤ Support Us