Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৬, ২০২৪

বাংলার তিতাসের আগুনে ঝলসে গেল অস্ট্রেলিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলার তিতাসের আগুনে ঝলসে গেল অস্ট্রেলিয়া

মহিলাদের ক্রিকেটে একদিনের সিরিজে কদিন আগেই অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে ভারত। টি২০ সিরিজে অবশ্য অন্য ইঙ্গিত। প্রথম ম্যাচে অসিদের ৯ উইকেটে উড়িয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দুরন্ত বোলিং করে ভারতের জয়ের ভিত গড়ে দেন বাংলার জোরে বোলার তিতাস সাধু। মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরার স্বীকৃতিও পান।
টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন হরমনপ্রীত কাউর। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার অধিনায়ক অ্যালিশা হিলি ও বেথ মুনি। রেনুকা সিং ও পূজা বস্ত্রকার শুরুতে ব্রেক থ্রু এনে দিকে পারেননি। চতুর্থ ওভারে তিতাস সাধুকে আক্রমণে নিয়ে আসেন হরমনপ্রীত কাউর। তাতেই বাজিমাত। আক্রমণে এসেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন বাংলার এই জোরে বোলার। নিজের প্রথম ওভারেই তুলে নেন বেথ মুনিকে (‌১৭)‌। দ্বিতীয় ওভারে পরপর দু’‌বলে ফেরান তাহলিয়া ম্যাকগ্রাথ (‌০)‌ ও অ্যাশলে গার্ডনারকে (‌০)‌। মাঝে হিলিকে (‌৮)‌ তুলে নেন রেণুকা।
তিতাসের দাপটে ৬ ওভারের মধ্যে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। এলিসে পেরি (‌৩০ বলে ৩৭)‌ ও ফোবে লিচফিল্ডের (‌৩২ বলে ৪৯)‌ সৌজন্যে ১৯.‌২ ওভারে ১৪১ রানে পৌঁছয় অস্ট্রেলিয়া। দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিতাস সাধু। শ্রেয়াঙ্কা পাটিলও ভাল বোলিং করেন। ১৯ রানে তিনি পান ২ উইকেট। ২৪ রানে ২ উইকেট দীপ্তি শর্মার।
একদিনের সিরিজে ভারতকে ভুগিয়েছিল টপ অর্ডার ব্যাটিং। টি২০ সিরিজে অবশ্য দারুণ শুরু করলেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার জুটিই ম্যাচ থেকে ছিটকে দেয় অস্ট্রেলিয়াকে। ওপেনিং জুটিতে দুজনে তোলেন ১৩৭। ৫২ বলে ৫৪ রান করে ওয়্যারহামের বলে আউট হন স্মৃতি। হরমনপ্রীতের পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি২০ ম্যাচে ৪ হাজার রান পূর্ণ করলেন তিনি। ৪৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন শেফালি ভার্মা। ১৭.‌৪ ওভারে ১৪৫/‌১ তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ১১ বলে ৬ রান করে অপরাজিত থাকেন জেমাইমা রডরিগেজ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!