- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৭, ২০২৪
নাটকীয় ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে জিতে আফগানদের হোয়াইটোয়াশ করল ভারত
আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০ সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। বৃহস্পতিবার ছিল নিয়মরক্ষার ম্যাচ। টানটান উত্তেজনার ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে জিতে আফগানদের হোয়াইটওয়াশ করল ভারত। টানা ২ ম্যাচ শূন্য করার পর এদিন দুর্দান্ত সেঞ্চুরি করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
আগেই সিরিজ জিতে যাওয়ায় এদিন প্রথম একাদশে তিনটি পরিবর্তন করে মাঠে নামে ভারত। অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং ও জিতেশ শর্মার পরিবর্তে প্রথম একাদশে আসেন সঞ্জু স্যামসন, আবেশ খান ও কুলদীপ যাদব। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই বিপর্যয়। ২২ রান ওঠার ফাঁকেই সাজঘরে ফিরে যান যশস্বী জয়সওয়াল (৪), বিরাট কোহলি (০), শিবম দুবে (১) ও সঞ্জু স্যামসন (০)। কোহলি ও স্যামসন ‘গোল্ডেন ডাক’ করে আউট হন। এই প্রথম টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ‘গোল্ডেন ডাক’ কোহলির।
২২ রানে ৪ উইকেট হারানোর পর রোহিত শর্মার সঙ্গে হাল ধরেন রিঙ্কু সিং। এই জুটিএ ভারতে এগিয়ে নিয়ে যায়। জুটিতে ওঠে ১৯০ রান। ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। সেঞ্চুরি আসে ৬৪ বলে। শেষ পর্যন্ত ৬৯ বলে ১২১ রান করে তিনি অপরাজিত থাকেন। টি২০ ক্রিকেটে রোহিতের এটা পঞ্চম সেঞ্চুরি। টপকে গেলেন সূর্যকুমার যাদব ও গ্লেন ম্যাক্সওয়েলকে। অন্যদিকে, শেষ ওভারে ঝড় তুলে ৩৯ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১২ রান তোলে ভারত।
সামনে বড় রানের লক্ষ্য থাকলেও কুঁকড়ে যায়নি আফগানরা। ওপেনিং জুটিতে ১০.৫ ওভারে ৯৩ রান তোলেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। গুরবাজকে (৩২ বলে ৫০) তুলে নিয়ে জুটি ভাঙেন কুলদীপ যাদব। পরপর ২ বলে জাদরান (৪১ বলে ৫০) ও আজমাতুল্লাহ ওমরজাইকে (০) ফেরান ওয়াশিংটন সুন্দর। আফগানিস্তানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মহম্মদ নবি (১৬ বলে ৩৪) ও গুলবাদিন নাইব। শেষ ওভারে জয়ের জন্য আফগানদের দরকার ছিল ১৯ রান। মুকেশ কুমারের ওভারে ওঠে ১৮। ২০ ওভারে আফগানিস্তান ৬ উইকেটে তোলে ২১২। ম্যাচ টাই হয়ে যায়। নাইব ২৩ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন।
ম্যাচের নিস্পত্তি হয় সুপার ওভারে। সেখানেও নাটক। প্রথম সুপার ওভারে আফগানিস্তান তোলে ১৬/১। ভারতও তোলে ১৬/১। এরপর ম্যাচের ফয়সালার জন্য দ্বিতীয় সুপার ওভার হয়। ৫ বলে ভারত ২ উইকেট হারিয়ে তোলে ১১। আউট হন রিঙ্কু সিং (০) ও রোহিত (৩ বলে ১১)। জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ১২ রান। রবি বিষ্ণোইয়ের প্রথম বলেই আউট হন মহম্মদ নবি (০)। দ্বিতীয় বলে ১ রান নেন করিম জানাত। তৃতীয় বলে রহমানুল্লাহ গুরবাজ (০) আউট হতেই জয় ভারতের।
❤ Support Us