- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ৮, ২০২৪
মণিপুরে ফের অপহৃত সেনা আধিকারিক । উদ্ধারে অভিযান শুরু
মণিপুরে আবার অপহৃত সেনা আধিকারিক । সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার সকালে, উত্তরপূর্বের ওই রাজ্যের থৌবাল জেলায়, নিজের বাড়ি থেকে জুনিয়র কমিশন্ড অফিসার কনসম খেদা সিং এ অপহরণ করে দুষ্কৃতীরা ।
ঘটনার প্রাথমিক তদন্তে অনুমান, ভয় দেখিয়ে মুক্তিপণ আদায় করতেই এই অপহরণ । গতকয়েকদিন ধরেই কনসম এবং তাঁর পরিবারকে অপহরণের হুমকি দিচ্ছিলেন অজ্ঞাত দুষ্কৃতীরা । ইতিমধ্যেই নিখোঁজ আধিকারিককে উদ্ধারে অভিযান শুরু হয়েছে । মণিপুরের ১০২ নং জাতীয় সড়কের প্রতিটি গাড়িতে তল্লাশি শুরু করেছে পুলিশ ।
শুক্রবার সকাল নটা নাগাদ, কনসম খেদা সিং এর বাড়িতে অতর্কিত ঢুকে পরেন দুষ্কৃতীরা। পরে তাঁকে বস্তায় বেঁধে গাড়িতে করে পালিয়ে যায় তারা ।
মণিপুরে এরআগেও সেনাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে । সেখানে, ২০২৩ এর মে মাসের প্ৰথম সপ্তাহ থেকে শুরু হওয়া জাতি দাঙ্গার পর থেকে এই নিয়ে চারবার সেনাকর্মী অপহরণের ঘটনা ঘটল ।
গত সেপ্টেম্বরে আসাম রাইফেলসের সেনা জওয়ান থাংথাং কোমকে অপহরণ করে হত্যা করে বিছিন্নবাদীরা । এরপর ঠিক দুমাস পর, এক ভারতীয় সেনাকর্মীর পরিবারের চারজন অপহৃত এবং নিহত হন । ওই ঘটনায় পরে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে পুলিশ। গত ২৭ ফেব্রুয়ারি, ইমফলে পুলিশের প্ৰথমসারির আধিকারিকের বাড়িতেও হামলার ঘটনা ঘটে । প্ৰথম দুই ঘটনার মূলচক্রীরা অধরা থাকলেও, পুলিশ আধিকারিকের বাড়িতে হামলার ঘটনায় বিক্ষুব্ধ মেইতি গোষ্ঠী আরবাই তেমবোলের যোগ রয়েছে বলে জানা গেছে । এপর্যন্ত মণিপুরে জাতি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২১৯ জন ।
❤ Support Us