- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৫, ২০২৩
আমেদাবাদ টেস্টে মহম্মদ সামিকে প্রথম একাদশে ফেরাচ্ছে টিম ম্যানেজমেন্ট
ইন্দোরে অস্ট্রেলিয়ার কাছে সিরিজের তৃতীয় টেস্ট হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকিট এখনও নিশ্চিত হয়নি ভারতের। ফাইনালে ছাড়পত্র পেতে গেলে আমেদাবাদ টেস্টে জিততেই হবে। হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারতে হবে শ্রীলঙ্কাকে। তবে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে না থেকে আমেদাবাদ টেস্ট জিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র পেতে চায় ভারত। আর জয়ের জন্য মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশে ফেরাচ্ছে মহম্মদ সামিকে।
ইন্দোর টেস্টে মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আসলে তাঁর ওয়ার্ক লোডের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সামনেই রয়েছে আইপিএল। তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এছাড়া এবছর অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। টানা ম্যাচ খেললে বেশি ওয়ার্ক লোড পড়ে যেতে পারে সামির ওপর। সেকথা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। পরিবর্তে খেলানো হয়েছিল উমেশ যাদবকে। সিরিজ জেতার কথা মাথায় রেখে আবার সামিকে প্রথম একাদশে ফেরানো হচ্ছে। বিশ্রামে পাঠানো হবে মহম্মদ সিরাজকে।
চলতি বছরের শুরু থেকেই একটানা খেলে চলেছেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টেই তিনি মাঠে নেমে ছিলেন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও তিনি দলে রয়েছেন। ফলে যদি চতুর্থ টেস্ট খেলানো হয় তাহলে বিশ্রাম পাবেন না ভারতীয় দলের এই জোরে বোলার। সে কথা মাথায় রেখে আমেদাবাদে চতুর্থ টেস্টে সিরাজকে বিশ্রাম দেওয়া হচ্ছে। আর মহম্মদ সামিকে প্রথম একাদশে ফেরাচ্ছে টিম ম্যানেজমেন্ট। সিরাজের ওয়ার্কলোডের কথা চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত। কারণ সামনে আইপিএল রয়েছে। আবার এবছর একদিনের বিশ্বকাপের পরিকল্পনাতেও তিনি রয়েছেন।
❤ Support Us







