- এই মুহূর্তে
- মার্চ ১, ২০২২
খারকিভে রুশ বোমায় নিহত ভারতীয় ছাত্র । ক্ষুদ্ধ ভারত।
বিদেশমন্ত্রক রুশ-ইউক্রেনের দূতকে ডেকে পাঠিয়ে বলল, ওয়ার জোন থেকে ভারতীয়দের সরাতে হবে।

ইউক্রেনের খারকিভে বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ভারতীয় পড়ুয়া নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর । তিনি কর্ণাটকের বাসিন্দা । তাঁর মৃত্যুকে ঘিরে নিন্দায় মুখর বিরোধীরা। দিল্লিতে বিদেশ মন্ত্রক ইউক্রেন ও রাশিয়ার দূতকে ডেকে পাঠিয়ে দূঢ়তার সঙ্গে বলেছে ওয়ার জোন থেকে অবিলম্বে ভারতীয়দের সড়াতে হবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানিয়েছেন, নিহত নবীন মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। খারকিভে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি । তখনই আছড়ে পড়ে রুশ বোমা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ইউক্রেনে এখনও আটক প্রায় হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া। তাঁদের পরিবারের সদস্যরা গভীর উদ্বিগ্ন। আটক পড়ুয়ারাও তাঁদের উদ্ধারের জন্য কাতর আবেদন জানাচ্ছে। ভারত সরকার ইতিমধ্যে বহু ছাত্রকে দেশে ফিরিয়ে এনেছে। অনেকেই যুদ্ধের আবহে ওখানে অবরুদ্ধ। এসব ছাত্রর নিরাপত্তা নিয়ে ইউক্রেনের উদাসীনতা বিস্ময়কর। হেলদেল নেই রাশিয়ারও ।
❤ Support Us