Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৭, ২০২৪

সেমিফাইনালে ভারত । প্যারিস অলিম্পিকে সুযোগ ? মহিলা হকি দলকে ঘিরে বাড়ছে প্রত্যাশা

আরম্ভ ওয়েব ডেস্ক
সেমিফাইনালে ভারত । প্যারিস অলিম্পিকে সুযোগ ? মহিলা হকি দলকে ঘিরে বাড়ছে প্রত্যাশা

এশিয়ান গেমসে সোনা জয় আগেই প্যারিস অলিম্পিকের ছাড়পত্র এনে দিয়েছে ভারতের পুরুষ হকি দলকে। এবার প্যারিস অলিম্পিকের টিকিটের জন্য অনেকটাই এগিয়ে গেল ভারতীয় মহিলা হকি দল। অলিম্পিক যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। গ্রুপ লিগের শেষ ম্যাচে ইতালিকে ৫-১ ব্যবধানে উড়িয়ে সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করেছেন সবিতারা।

গ্রুপ বি-তে আগেই টানা ৩ ম্যাচ জিতে শেষ চারের ছাড়পত্র জোগাড় করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল ইতালি। ড্র করলেই সেমিফাইনালের ছাড়পত্র এসে যেত ভারতের। কিন্তু দাপটের সঙ্গে খেলে ৫-১ ব্যবধানে জয়। ভারতের হয়ে দুটি গোল করেন উদিতা দুহানরা। একটি করে গোল করেন দীপিকা, সালিমা তেতে ও নবনীত কাউর।

এদিন দেশের হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন উদিতা। ম্যাচের প্রথম মিনিটেই গোল করে দলকে তিনি এগিয়ে দেন। ভারতের দ্বিতীয় গোল আসে ম্যাচের ৪১ মিনিটে। দীপিকার গোলে ২-০। ৪ মিনিট পরেই ৩-০ করেন সালিমা। ৫৩ মিনিটে চতুর্থ গোলটি করেন নবনীত। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোল করেন উদিতা।

“এ” গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে জার্মানি ও জাপান। টেবিলের শীর্ষে রয়েছে জার্মানি। সেমিফাইনালে ভারত খেলবে জার্মানির বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে জাপানের। সেমিফাইনালে ওঠা চারটি দলের মধ্যে তিনটি দল প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পাবে।জার্মানির কাছে হারলেও ভারতের সামনে সুযোগ থাকবে সেক্ষেত্রে তৃতীয় স্থান পেতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!