Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১৪, ২০২৩

স্বপ্নদীপের মৃত্যুর কারণ অনুসন্ধানে আজ বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ১১ সদস্যের তদন্ত কমিটির বৈঠক

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বপ্নদীপের মৃত্যুর কারণ অনুসন্ধানে আজ বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ১১ সদস্যের তদন্ত কমিটির বৈঠক

অনেক দেরি হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে। সোমবার সকালেই বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন প্রো-ভিসি চিরঞ্জীব ভট্টাচার্য সহ পদস্থ কর্তাব্যক্তিরা। আজই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির ১১ সদস্যের কমিটি আজ বেলা ১২ টায় ফের বৈঠকে বসতে চলেছে। এই বৈঠকে ১১ সদস্যের পাশাপাশি এ-১, এ-২ হস্টেলের সুপারদের ডাকা হয়েছে। এদের কাছ থেকে ১১ সদস্যের কমিটি জানতে চাইবে স্বপ্নদীপের মৃত্যুর ঘটনার আগে তাঁদের কাছে কী খবর ছিল? খবর পাওয়ার পর তাঁরা কি পদক্ষেপ কটেছিলেন। এক পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যু এবং তাঁর ওপর র‌্যাগিংয়ের সময় কী ধরণের অত্যাচার চালানো হয়েছে সেই বিষয়ে জানার জন্য এই পড়ুয়াকে ডাকা হয়েছে। কারণ এই পড়ুয়া ইতিমধ্যেই এক শিক্ষকের কাছে স্বপ্নদীপের র্যাগিয়ের ঘটনা সম্পর্কে অনেক তথ্য দিয়েছে, তাই তার কাছ থেকে ১১ সদস্যের কমিটি এই বিষয়ে জানতে চাইবে। এই বৈঠকে সিসি টিভির প্রসঙ্গ, বহিরাগতদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাধ বিচরণ, প্রাক্তনীদের দাদাগিরি নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। এর আগেও একটি বৈঠক করেছে এই ১১ সদস্যের কমিটি।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে। ২০০৭ সালে আর কে রাঘবন কমিটির সুপারিশ অনুযায়ী এই জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি অনুমতি দিয়েছেন। আর কে রাঘবন কমিটির সুপারিশে বলা ছিল সিনিয়র ও জুনিয়রদের এক সঙ্গে রাখা যাবে না, সিসি টিভি থাকতে হবে। মামলাকারীর অভিযোগ এই সুপারিশের কোনওটিই মানা হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দেশের সব বিশ্ববিদ্যালয়ে যাতে আর কে রাঘবন মিটির সুপারিশ কার্যকর হয় সেই দাবিও করেছে মামলাকারী।
অন্যদিকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, স্বপ্নদীপকে যে ঘরে র্যাগিং করা হয়েছিল সেই র্যাগিংয়ের ভিডিওগ্রাফি করা হয়েছিল। কিন্তু ধৃত তিন জনই সেই ভিডিও ডিলিট করে দিয়েছে নিজেদের ফোন থেকে। তবে ফরেনসিক ল্যাবরেটরিতে ধৃত তিন জনের মোবাইল পাঠানো হয়েছে। জোর করে স্বপ্নদীপকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এদিকে ১০ অগাস্টের একটি চিঠি পাওয়া গেছে যাতে স্বপ্নদীপের সই করা। স্নপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু ইতিমধ্যেই জানিয়েছেন এই চিঠি তাঁর ছেলের লেখা নয়, এই হাতের লেখা তাঁর ছেলের নয়। পুলিশ হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের কাছে এই চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে।

অ্যান্টি র‌্যাগিং কমিটির বৈঠকও আজই হবে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!