Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১০, ২০২৫

দুর্নীতির অভিযোগে হাড়োয়ায় বিধায়কের বিরুদ্ধে পোস্টার, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্নীতির অভিযোগে হাড়োয়ায় বিধায়কের বিরুদ্ধে পোস্টার, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল

বিধানসভা উপ নির্বাচনে ৩ মাস যেতে না যেতেই তৃণমূলের জয়ী বিধায়কের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পোষ্টারে ছয়লাপ হাড়োয়ার বিভিন্ন এলাকা। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে হাড়োয়ায়। হাড়োয়া বিধানসভার গোপালপুর ১ ও ২ নম্বর পঞ্চায়েত এলাকায় বিধায়ক রবিউল ইসলামের বিরোধী একাধিক পোস্টার দেখতে পাওয়া যায় রবিবার সকালে। কে বা কারা এই পোস্টার মেরেছে তা জানা যায় নি। তবে প্রতিটি পোস্টারের কোনটার নীচে লেখা ‘‌তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।’‌ আবার কোন পোস্টারে লেখা ‘‌যুব তৃণমূল কংগ্রেস’‌ । বিষয়টি নিয়ে এলকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা । স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এধরনের পোস্টার পড়েছে। ভাগ বাটোয়ারায় কম পড়ার কারনেই এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে পোস্টার ছড়িয়েছে । বিষয়টি নিয়ে এলাকার বিধায়ক রবিউল ইসলাম জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। প্রসঙ্গত, হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এলাকায় পোস্টার পড়া নতুন কোনও ঘটনা নয়। এর আগেই বেশ কয়েকবার হাড়োয়া তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়েছে একধিক দুর্নীতির অভিযোগে। হাড়োয়ার প্রাক্তন বিধায়ক প্রয়াত হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম সদ্য হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন। ৩ মাস যেতে না যেতেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল। রবিবার হাড়োয়া বিধানসভার গোপালপুর এলাকায় রাস্তার ধারে দেওয়ালে , বিদ্যুতের খুঁটিতে রবিউলের বিরুদ্ধে পোস্টার দেখতে পাওয়া যায়। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে পোস্টারগুলিতে বিধায়ক রবিউলের সঙ্গে তাঁর প্রয়াত বাবা হাজি নুরুল ইসলাম এবং মন্ত্রী সুজিত বসুর নাম জড়ানো হয়েছে। পোস্টার প্রকাশ্যে আসতেই দলীয় কর্মীরা সেগুলি ছিঁড়ে ফেলে। বিধায়কের বিরুদ্ধে পোস্টারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাড়োয়া থানার পুলিশ। বিভিন্ন পোস্টারে লেখা হয়েছে, ‘‌মেছোভেড়ির কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বিধায়ক রবিউল ইসলাম জবাব দাও।’‌ কোনোটায় লেখা আছে, ‘‌মন্ত্রী সুজিত বসুর নিদের্শে ভাঁটা,ভেড়ি, দলের পদ পাইয়ে দেওয়ার জন্য টাকা তোলা হচ্ছে কেন বিধায়ক রবিউল ইসলাম জবাব দাও।’‌ প্রতিটি পোস্টারের নীচে লেখা, ‘‌তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ’‌, কোথাও লেখা আছে ‘‌যুব তৃণমূল কংগ্রেস’‌। বিষয়টি আসরে নেমে পড়েছে বিজেপি। বিজেপির বসিরহাট জেলা নেতা পলাশ সরকার বলেন, রাজ্য জুড়ে এটাই তৃণমূলের সংস্কৃতি। এই পোস্টারিং আসলে তৃণমূলের ভাগ বাটোয়ারার লড়াই । কোনও এক পক্ষের ভাগে কম পড়েছে বলে অপর পক্ষের বিরুদ্ধে পোস্টারিং করে দিয়েছে। বিষয়টি নিয়ে হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলামের বলেন, আমি মাত্র ৩ মাস বিধায়ক নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে চক্রান্ত করে কে বা কারা এই পোস্টার মেরেছে বলতে পারবনা। এলাকার তৃণমূল নেতৃত্ব বিষয়টি ক্ষতিয়ে দেখছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!