- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৮, ২০২৩
অ্যাডহক কমিটি গঠন আইওএ।ঊষার মন্তব্যে অসন্তুষ্ট কুস্তিগীররা
ভারতীয় কুস্তি সংস্থার দৈনন্দিন কাজকর্ম দেখার জন্য তিন সদস্যের অ্যাডহক কমিটি গঠন করল ভারতীয় অলিম্পিক সংস্থা। এই কমিটিতে রাখা হয়েছে সুমা শিরুর, ভূপেন্দ্র সিং বাজওয়া ও হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে। যদিও অবসরপ্রাপ্ত বিচারপতির নাম এখনও জানানো হয়নি। ৪৫ দিনের মধ্যে এই কমিটি কুস্তি ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়াও দেখাশোনা করবে।
এদিকে, কুস্তিগীররা রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদে সামিল হয়েছেন, তার সমালোচনা করেছেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষা। সংস্থার কার্যকরী কমিটির বৈঠকের পর ঊষা বলেন, ‘যৌন হেনস্থাসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানানোর জন্য আইওএ–র অ্যাথলিটস কমিশন রয়েছে। কুস্তিগীররা সেখানে অভিযোগ জানাচে পারত। সেটা না করে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। খেলাধূলার পক্ষে এটা ভাল লক্ষণ নয়। ওদের শৃঙ্খলাপরায়ণ হওয়া উচিত ছিল। আইওএ মনে করছে, যা চলছে তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’
পিটি ঊষার এই বক্তব্যের সঙ্গে একমত নন প্রতিবাদী কুস্তিগীররা। ঊষা কোথায় শৃঙ্খলাহীনতা দেখলেন, বুঝতে পারছেন না তাঁরা। ঊষার বক্তব্যে অসন্তুষ্ট প্রতিবাদী কুস্তিগীররা। বজরং পুনিয়া বলেন, ‘পিটি ঊষার কাছ থেকে আমরা এইরকম মন্তব্য আশা করিনি। ভিনেশ ফোগাট বলেন, ‘ঊষাকে ফোন করে পাইনি। তিন মাস ধরে আমরা ন্যায়বিচার পাচ্ছি না। জানি না, আইওএ প্রেসিডেন্টের ওপর কোনও চাপ আছে কিনা।’ সাক্ষী মালিক বলেন, ‘পিটি ঊষাকে সম্মান করি, তিনি অনুপ্রাণিত করেছেন। প্রশ্ন একটাই, মহিলা ক্রীড়াবিদরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না?’
এদিকে, কুস্তিগীর আন্দোলন প্রসঙ্গে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘আমি কুস্তিগীরদের সঙ্গে ১২ ঘণ্টা বৈঠক করেছিলাম। নিরপেক্ষ তদন্ত করার লক্ষ্যে কমিটিও তৈরি করি। কুস্তিগীরদের সুপারিশে ববিতা ফোগাটকে কমিটিতে নেওয়া হয়। কমিটির সব সদস্য মত প্রকাশ করার সুযোগ পেয়েছেন।’ তিনি আরও বলেন, ‘যে কোনও থানায় অভিযোগ জানানো যায়। পুলিশ প্রাথমিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা বলেছে। সরকার সব সময়ই ক্রীড়াবিদদের পাশে রয়েছে।’ শুক্রবার কুস্তিগীরদের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে। দেশের শীর্ষ আদালত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই সকলের নজর। জাতীয় মহিলা কমিশনও দিল্লি পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
❤ Support Us