- Uncategorized দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ৩, ২০২৩
হিজাব বিতর্কের আবহেই সাহিত্যিকের মৃত্যুদণ্ডের ঘোষণা ইরানে

মাহসা আমিনির পর সাহিত্যিক মাহদি বাহমানকেও রেহাই দিল না ইরানের খোমেইনি প্রশাসন।সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলাম বিরোধী মত প্রকাশ করায় মৃত্যুদণ্ড দিল সে দেশের আদালত।
২০২২ এর এপ্রিল মাসে সাহিত্যিক মাহদি বাহমান ইজরায়েলের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইসলামী শরিয়তি আইন জোর করে নাগরিকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।পাশাপাশি দেশের মৌলিবাদী শক্তির তীব্র নিন্দা করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন।শুধু তাই নয়, ইজরায়েলি সাংবাদিককে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি ইজরায়েল ও ইরানের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি কথাও বলেন।এক্ষেত্রে উভয় রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে বলে সাংবাদিককে জানান তিনি।
সাহিত্যিক মাহদির এই সাক্ষাৎকার প্রকাশ্যে এলে স্বভাবতই অসন্তুষ্ট হয় ইরানের প্রশাসন।এছাড়াও ইরানের শিয়া ধর্মগুরু মাসৌমি তেহরানির সঙ্গে মিলে বিভিন্ন ধর্মের প্রতীক নিয়ে নানারকম শৈল্পিক কাজকর্ম করতেন।সংখ্যালঘুদের সেগুলো তাঁরা উপহার দিতেন।তাঁর এই সমস্ত কার্যকলাপকে সুনজরে দেখেনি ইরানের সরকার। তাই দুমাস আগেই অক্টোবরে তাঁকে গ্রেফতার করে ইরানের পুলিশ।এপ্রিল মাসের ‘বিতর্কিত’ ওই সাক্ষাৎকারের জন্য মাহদির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।দীর্ঘ দুমাস কারাবাসের পর মৃত্যুদণ্ডের আদশ দিল ইরানের আদালত।
❤ Support Us