Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৫, ২০২৩

বৃষ্টি কমছে, রোষ কমছে তিস্তার, বিপদ সংকেত প্রত্যাহার করল সেচদপ্তর, স্বাভাবিক ছন্দে ফিরছে তিস্তাপারের বাসিন্দারা

আরম্ভ ওয়েব ডেস্ক
বৃষ্টি কমছে, রোষ কমছে তিস্তার, বিপদ সংকেত প্রত্যাহার করল সেচদপ্তর, স্বাভাবিক ছন্দে ফিরছে তিস্তাপারের বাসিন্দারা

বৃষ্টি কমতেই রোষ কমছে তিস্তার। স্বাভাবিক হচ্ছে তিস্তার ভয়াল রূপ। রাজ্য সেচ দফতর এখন অনেকটাই স্বস্তিতে। তাই প্রত্যাহার করে নেওয়া হয়েছে বিপদ সংকেত।

বুধবার সিকিম পাহাড়ে বিপর্যয়ের কারণে তিস্তা নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। গাইড বাঁধ ভেঙে নদীর বেশ কিছু এলাকায় জল ঢুকে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় তা মেরামত করে সেচদপ্তর। জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলায় প্রথমে হলুদ এবং পরে লাল সতর্কতা জারি করা হয়। মাইকিং করে বাঁধের পারের বাসিন্দাদের সতর্ক করে প্রশাসন।

বিপদের আঁচ পেয়ে ১৭টি আশ্রয় শিবিরে ৩ হাজার ২৫৮ জন মানুষ আশ্রয় নেন। রাতের দিকে ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমতে থাকে। তার ফলে পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে যাচ্ছে। জলস্তর অনেকটাই নেমে যাওয়ায় তিস্তা নদী থেকে বিপদ সংকেত তুলে নিয়েছে রাজ্যের সেচদপ্তর। তবে জলস্তর নামলেও আকাশে কালো মেঘের ভ্রূকুটি এখনও ভয় ধরাচ্ছে। তার ফলে পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না তিস্তাপারের বাসিন্দারা। এদিকে, জলস্তর কমতেই কাঠ সংগ্রহের হিড়িক শুরু হয়েছে। বিপদ উপেক্ষা করে কাঠ সংগ্রহ করছেন তিস্তাপারের বাসিন্দারা। পরিস্থিতি বলছে, স্বাভাবিক ছন্দে ফিরছে তিস্তাপারের বাসিন্দারা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!