Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৬, ২০২৩

আইএসএলে আজ সবথেকে কঠিনতম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
আইএসএলে আজ সবথেকে কঠিনতম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর পাঞ্জাব এফসি–র কাছে আটকে যেতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। আজ মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে খেলতে নামছে লালহলুদ ব্রিগেড। বলতে গেলে এখনও পর্যন্ত আইএসএলের সব থেকে কঠিনতম ম্যাচে মাঠে নামছে কার্লেস কুয়াদ্রাতের দল। মুম্বইকে হারিয়ে প্লে অফের রাস্তা তৈরি করার লক্ষ্য লালহলুদ কোচের।
চলতি আইএসএলে এখনও পর্যন্ত প্রথম তিনের মধ্যে ঢুকতে পারেনি মুম্বই সিটি এফসি। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। লিগ টেবিলে চার নম্বরে থাকলেও মুম্বই দলে দুর্দান্ত ভারসাম্য রয়েছে। এখনও পর্যন্ত আইএসএলে মোহনবাগানের মতোই অপরাজিত মুম্বই সিটি এফসি। এইরকম দলের বিরুদ্ধে জেতাটা যে সহজ হবে না, একথা ভালভাবেই জানেন লালহলুদ কোচ। তা সত্ত্বেও জয়ের স্বপ্ন দেখছেন কার্লেস কুয়াদ্রাত।
মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে কুয়াদ্রাত বলেন, ‘‌প্রতিটা ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামি। লক্ষ্য থাকে ৩ পয়েন্ট করে তুলে নেওয়া। প্রথম চারে থাকার জন্য আমাদের সামনে বেশ কয়েকটা ম্যাচ জিততেই হবে। আট ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচে জয় এসেছে। সামনে কঠিন লড়াই। পয়েন্ট তুলতে না পারলে প্রথম ছয়ের আশা শেষ হয়ে যাবে। এখনও ৮ নম্বরে থাকলেও আশা করছি দলকে প্লে অফে তুলতে পারব।’‌
মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগে লালহলুদ শিবিরকে আত্মবিশ্বাসী করে তুলছে গত মরশুমের ফল। মুম্বই সিটি এফসি–কে তাদের ঘরের মাঠে হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেকথা মাথায় রাখছে লালহলুদ শিবির। তবে ইস্টবেঙ্গল কোচকে ভাবাচ্ছে দলের ধারাবাহিকতার অভাব। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোলের বন্যা দেখা গেলেও পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে গোল পাননি ক্লেইটন সিলভা, নন্দকুমাররা। ক্লেইটন ছাড়া আর কোনও ফুটবলারই ধারাবাহিক নন। এটাই ভাবাচ্ছে কার্লেস কুয়াদ্রাতকে।
আগের ম্যাচে বিষ্ণুর জায়গায় প্রথম একাদশে খেলিয়েছিলেন নন্দকুমারকে। মুম্বইয়ের বিরুদ্ধে সম্ভবত ক্লেইটনের সঙ্গেই শুরু করবেন বিষ্ণু। এছাড়া প্রথম একাদশে আরও দু-একটা পরিবর্তন করতে পারেন লালহলুদ কোচ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!