- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৩, ২০২৪
জামশেদপুর এফসি–কে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল মোহনবাগান

আগের ম্যাচে ওড়িশা এফসি–র কাছে আটকে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার ঘরের মাঠে জামশেদপুর এফসি–কে ৩–০ ব্যবধানে উড়িয়ে আবার জয়ের সরণিতে ফিরল সবুজমেরুন ব্রিগেড। একই সঙ্গে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল হোসে মোলিনার দল। এদিন মোহনবাগানের হয়ে তিনটি গোল করেন টম অ্যালড্রেড, লিস্টন কোলাসো ও জিমি ম্যাকলারেন।
জামশেদপুরের বিরুদ্ধে স্ট্র্যাটেজিতে কিছুটা বদল এনেছিলেন মোলিনা। ম্যাকলারেনকে একা সামনে রেখে দুই প্রান্তে লিস্টন কোলাসো ও মনবীর সিংকে দিয়ে ঝড় তুলতে চেয়েছিলেন। ম্যাকলারেনের একটু পেছনে দিমিত্রি পেত্রাতোস। চোট পাওয়া আশিষ রাইয়ের জায়গায় দীপেন্দু বিশ্বাস সাইডব্যাকে। তাতে অনেকটা বদলে যায় মোহনবাগান। জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ১৫ মিনিটে এগিয়েও যায়। পেত্রাতোসের কর্নার আংশিক প্রতিহত হয়। সেই বল ধরে দীপক টাংরি লম্বা পাস বাড়ান বক্সে। হেডে নামিয়ে দেন আলবার্তো রডরিগেজ। রডরিগেজের নামানো বল ভলিতে জালে পাঠান টম অ্যালড্রেড।
এগিয়ে গিয়ে জামশেদপুরকে আরও চেপে ধরে মোহনবাগান। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারছিলেন না ম্যাকলারেন, পেত্রাতোস, মনবীররা। অবশেষে প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করে ব্যবধান বাড়ান লিস্টন কোলাসো। মনবীরের কাছ থেকে বল পেয়ে শরীরের দোলায় জামশেদপুরের দুই ডিফেন্ডারকে ছিটকে ফেলে বাঁপায়ের শটে গোল করেন। চলতি আইএসএলে এটাই লিস্টনের প্রথম গোল।
দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের দাপট অব্যাহত ছিল। ৭৫ মিনিটে ৩–০ করেন জিমি ম্যাকলারেন। গোলকিপারকে গোললাইনের কাছ থেকে মাইনাস করেন মনবীর। ফাঁকা গোলে বল ঠেলতে কোনও অসুবিধাই হয়নি ম্যাকলারেনের। ৮৫ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যেতেন লিস্টন কোলাসো। তাঁর শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৮ ম্যাচে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি–র পয়েন্ট ১৮। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে মোহনবাগান।
❤ Support Us