Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ১০, ২০২৩

গাজায় নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করল ইজরায়েল ! বিশ্ব জুড়ে এই নিয়ে গুঞ্জন !

আরম্ভ ওয়েব ডেস্ক
গাজায় নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করল ইজরায়েল ! বিশ্ব জুড়ে এই নিয়ে গুঞ্জন !

ফিলিস্তিনি সন্ত্রাসীদের আক্রমণে রক্তাক্ত ইজরায়েল, জোর হামলা চালাচ্ছে প্যালেস্টাইনও। এই পরিস্থিতিতে তেল আভিভের বিরুদ্ধে অভিযোগ উঠল ঘনবসতিপূর্ণ এলাকায় নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা নিক্ষেপ করার। সোশাল মিডিয়ায় সেই হামলার নানা ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।  যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবু আলোচনায় উঠে আসছে নিষিদ্ধ এই অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ। পৃথিবীর সবচেয়ে জনাকীর্ণ স্থানগুলির মধ্যে একটি হচ্ছে গাজা স্ট্রিপ ৩৬২-বর্গ-কিলোমিটার জায়গার মধ্যে ২ মিলিয়নেরও বেশি লোকের বাসস্থান গাজা। সেখানে সাদা ফসফরাস বোমা ইসরায়েল নিক্ষেপ করেছে, এই খবর নিয়ে বিশ্ব জুড়ে গুঞ্জন শুরু হয়েছে।

কী এই ফসফরাস বোমা ?

সাধারণত রাতের অন্ধকারে লক্ষ্যবস্তুকে জ্বালিয়ে দিতে কিংবা শত্রুঘাঁটি ধ্বংস করতেই সাদা ফসফরাস দিয়ে তৈরি বোমা ব্যবহার করা হয়। সাদা ফসফরাস যখন জ্বলতে শুরু করে, তখন সেই দহন বিক্রিয়ায় বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়, যা প্রায় ৮১৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হালকা এবং ঘন সাদা ধোঁয়া তৈরি হয়।  সাদা ফসফরাস খুবই বিষাক্ত একটি পদার্থ। সাদা ফসফরাস হচ্ছে ফসফরাসেরই আইসোটোপ। যা অনেকটাই মোমের মতো। অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে। তৈরি করে উজ্জ্বল সাদা ধোঁয়ার কুণ্ডলী। বলা হয়, এটি এমনই আঠালো যে কোথাও লাগলে তা মুছে ফেলা বেশ কঠিন। এমনকী, ক্ষতর মুখ থেকে ব্যান্ডেজ খুললে ফের অক্সিজেনের সংস্পর্শে এলে ফের সেখানে আগুন জ্বলে উঠতে পারে। কেবল ত্বকই নয়, শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরেও প্রবেশ করে প্রাণ সংশয় ঘটাতে পারে যখন তখন।

ইসরায়েল, সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগগুলির সাথে অপরিচিত, বলা যায় এই অভিযোগ থেকে মুক্ত নয়, ইসরায়েল স্বীকার করেছিল যে তারা ২০০৬ সালের লেবানন যুদ্ধের সময় হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের সময় ফসফরাস শেল ব্যবহার করেছিল। বেশ কয়েকটি মানবাধিকার গোষ্ঠী অভিযোগ করেছে যে ইসরায়েল সেনাবাহিনী ২০০৮-০৯ সালে গাজা যুদ্ধের সময় সাধারণ মানুষের ওপর সাদা ফসফরাস ব্যবহার করেছিল, যাকে অপারেশন কাস্ট লিডও বলা হয়।

আন্তর্জাতিক গোষ্ঠীর একটি বড় অংশ সিরিয়ার সঙ্কটের সময় সাদা ফসফরাস সহ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সরকারকে অভিযুক্ত করেছিল। সম্প্রতি, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে সাদা ফসফরাস বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ।

ইতিহাস বলছে, ১৮০০ সালে আইরিশ সেনা ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সাদা ফসফরাস ব্যবহার করেছিল। পরবর্তী সময়ে দুই বিশ্বযুদ্ধেই ব্রিটিশ সেনা এই অস্ত্র প্রয়োগ করেছিল। মার্কিন বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল ইরানের বিরুদ্ধে সাদা ফসফরাস বোমা নিক্ষেপের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!