- এই মুহূর্তে বি। দে । শ
- সেপ্টেম্বর ২৮, ২০২৪
হিজবুল্লাহর শীর্ষনেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বেইরুটে ভয়াবহ বিমান হামলা ইজরায়েলের

লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর প্রধান শক্তিশালী ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। হামলা চালানো হয়েছে। এই হামলা নাসরুল্লাহর কোনও ক্ষতি হয়েছে কিনা, সে ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যায়নি। হিজবুল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূ্ত্র সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে, তাদের শীর্ষনেতা অক্ষতই রয়েছেন।
শুক্রবার রাত থেকে বেইরুটের দক্ষিণাঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে ২০টির বেশি বিমান হামলা চালায় ইজরায়েল। একর পর এক হামলায় ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ভয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। আকাশে কালো ধোঁয়াতে ভরে যায়। সাধারণ মানুষ বাড়িঘর ছেড়ে পার্ক, ফুটপাত, সমুদ্র সৈকতে বেরিয়ে আসেন। যদিও ইজরায়েলি টেলিভিশন নেটওয়ার্কগুলি জানিয়েছে যে, হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ এই হামলার প্রাথমিক লক্ষ্য ছিল। হিজবুল্লাহর যে ভূগর্ভস্থ সদর দফতরে বোমা হামলা করা হয়েছিল সেখানে শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন বলে ইজরায়েল দাবি করেছে। যদিও হিজবুল্লাহ দাবি করেছে, নাসরুল্লাহ হামলা থেকে বেঁচে গেছেন। ব্যাপক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও, পুরো ভবন সমতল হয়ে গেলেও, নাসরাল্লাহর মৃত্যুর কোনও খবর নেই।
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, এই হামলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল, তাঁর ডেপুটি এবং ইরান–সমর্থিত মিলিশিয়ার অন্যান্য সিনিয়র কর্তাদের মৃত্যু হয়েছে। বিমান হামলায় ৬টি বিল্ডিং ভস্মীভূত হয়েছে। ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৯১ জন আহত হয়েছেন। এই হামলায় ১০ টন বিস্ফোরন ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে। হামলার পর হিজবুল্লাহ ইজরায়েলে রকেট নিক্ষেপ করে প্রতিশোধ নিয়েছে। তেল আবিবসহ ইজরায়েলের বিভিন্ন এলাকায় কয়েক শ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। ইজরায়েলের উত্তরাঞ্চলের সাফেদ শহরেও হামলা চালানো হয়েছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে বলেন, উত্তর সীমান্ত পুরোপুরি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ইজরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে। তিনি দাবি করেন, ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। নেতানিয়াহু তেহরানের প্রতি কড়া হুঁশিয়ারিও জারি করেছেন। নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় কয়েকশ কূটনীতিক প্রতিবাদে ওয়াক আউট করেন।
❤ Support Us