Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৪, ২০২৫

ডিসেম্বরে আইসিসি–র সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন বুমরা

আরম্ভ ওয়েব ডেস্ক
ডিসেম্বরে আইসিসি–র সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন বুমরা

অস্ট্রেলিয়া সফর দুর্দান্ত কেটেছে যশপ্রীত বুমরার। আর সেই সাফল্যের স্বীকৃতি পেলেন ভারতীয় দলের এই জোরে বোলার। ২০২৪ সালের ডিসেম্বর মাসে আইসিসি–র সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন বুমরা। মঙ্গলবার আইসিসি–র পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসনকে পেছনে ফেলে এই শিরোপা জিতেছেন বুমরা।
ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্ট খেলেছিলেন বমুরা। ৩ টেস্টে ২২ উইকেট তুলে নিয়েছিলেন। ডিসেম্বরে অনুষ্ঠিত অ্যাডিলেড টেস্টের শুরু থেকেই বুমরা তেজ প্রদর্শিত হয়েছিল। প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে ভারতকে প্রথম ইনিংসে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। ব্রিসবেন টেস্টেও দুরন্ত ছন্দ অব্যাহত ছিল। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট তুলে নিয়েছিলেন। ম্যাচে ৯ উইকেট। যদিও বৃষ্টির জন্য ব্রিসবেন টেস্ট ড্র হয়েছিল।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছিলেন বুমরা। প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। অন্যান্য বোলারদের দুর্বলতা একাই ঢেকে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদে অস্ট্রেলিয়া ২৩৪ রানে গুটিয়ে গিয়েছিল। যদিও বুমরা কৃতিত্ব ম্লান হয়ে গিয়েছিল ব্যাটিং ব্যর্থতায়। ১৮৪ রানে হেরে সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জিং সিরিজে একক যোদ্ধা হিসেবে আবির্ভূত হন বুমরা। গোটা সিরিজে ১৫০ ওভারের বেশি বোলিং করে ৩২টি উইকেট তুলে নেন। ধারাবাহিকভাবে পারফরমেন্স করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার ছিনিয়ে নেন। সিরিজ চলাকালীন টেস্টে ২০০ উইকেটের মাইলস্টোনেও পৌঁছে যান বুমরা। বিশ্বের চতুর্থ দ্রুততম খেলোয়াড় হিসেবে তিনি এই ল্যান্ডমার্কে পৌঁছন। এবং ইতিহাসের প্রথম বোলার যিনি ২০–এর নিচে গড়ে ২০০ টেস্ট উইকেট লাভ করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!