- দে । শ
- আগস্ট ২৪, ২০২৪
‘আর নয় আরজি কর’ স্লোগানে মুখর বসিরহাট
আরজি করের ঘটনায় প্রতিবাদ যেন থামতে চাইছে না। যত দিন যাচ্ছে প্রতিবাদ যেন নতুন চেহারা নিচ্ছে। কোন নেতা, নেত্রী কিংবা রাজনৈতিক দল বা সংগঠনের দরকার পড়ছে না, সোশ্যাল মিডিয়ার আহ্বান জানাতেই প্রতিবাদীদের জমায়েত হয়ে যাচ্ছে। নারী পুরুষ, ছাত্র, যুবা থেকে শুরু করে নানা পেশার মানুষ এক সুরে আওয়াজ তুলছেন ‘জাস্টিস ফর আরজি কর’, ‘আমার ঘর, তোমার ঘর– আরজি কর’ কিংবা ‘তোমার আমার এক স্বর– আরজি কর, আরজি কর’। এরকমই সোশাল মিডিয়ায় ডাক দিয়ে এদিন ‘আর নয় আরজি কর’ স্লোগানে ফের মুখর হল বসিরহাট।
আরজি করে চিকিৎসক খুনের ঘটনা অপরাধীর চরম শাস্তি দাবি করে আজ ফের পথে নামল শিক্ষক,পড়ুয়া আভিভাবকরা। এদিন কয়েক’শ ছাত্র ছাত্রী বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে জমায়েত হয়ে আরজি করের ঘটনার প্রতিবাদে সোচ্চার হন। তারা প্লাকার্ড, ফেস্টুন হাতে মিছিল করেন। আরজি করের চিকিৎসককে নৃশংস খুনের ঘটনার তদন্ত দ্রুত শেষ করে অপরাধীর চরম শাস্তির দাবি তোলেন। স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সঙ্গে কলেজের অধ্যাপক, বিভিন্ন স্কুলের শিক্ষক, পড়ুয়াদের সঙ্গে নিয়ে অভিভাবকরা এদিনের অরাজনৈতিক মিছিলে হাঁটেন। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের সদস্যরা বসিরহাট জেলা হাসপাতাল থেকে টাউনহল পর্যন্ত মিছিল করেন। বসিরাহাটের নাট্য গোষ্ঠী গুলিকে নিয়ে নাট্য সমন্বয় কমিটিও প্রতিবাদে নামছে আরজি করের ঘটনার সুবিচার চেয়ে।
❤ Support Us