- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১১, ২০২৪
দেশের ৫১ তম প্রধান বিচারপতির দায়িত্বে সঞ্জীব খান্না, রাষ্ট্রপতি ভবনে নিলেন শপথ

দেশের শীর্ষ আদালতের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ নিলেন সঞ্জীব খান্না । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাইসিনা হিলসে আজ তাঁকে শপথ বাক্য পাঠ করালেন । আগামী ছয় মাস সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ।
প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় রবিবার অবসর নিয়েছেন । তাঁর স্থলাভিষিক্ত হলেন বিচারপতি সঞ্জীব খান্না । ১৯৮৩ সালে দিল্লি বার কাউন্সিলের সদস্য হয়ে বিচারপতি খান্না কর্মজীবন শুরু করেন । ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের বিচারপতি হন । ২০১৯ সালে নিযুক্ত হন দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে । ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি-র এগজ়িকিউটিভ চেয়ারম্যানও দায়িত্বও পালন করেছেন তিনি ।
#WATCH | Delhi: Justice Sanjiv Khanna took oath as the 51st Chief Justice of India at Rashtrapati Bhavan in the presence of President Droupadi Murmu, PM Narendra Modi and other dignitaries. pic.twitter.com/PbFsB3WVVg
— ANI (@ANI) November 11, 2024
দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবরাজ খান্নার পুত্র এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এইচ আর খান্নার ভাইপো সঞ্জীব খান্না দেশের বিভিন্ন মাইলফলক মামলায় বিচারকের দায়িত্ব পালন করেছে । জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ, নির্বাচনেব্যবহৃত ইভিএম-এর স্বচ্ছতা, নির্বাচনী বন্ড মামলা, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন সংক্রান্ত মামলায় অন্যতম বিচারপতিও ছিলেন সঞ্জীব খন্না । সাংবিধানিক বিষয় ছাড়াও আয়কর, বাণিজ্য এবং পরিবেশ সংক্রান্ত আইনে তিনি পারদর্শী ।
❤ Support Us