Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ১১, ২০২৪

দেশের ৫১ তম প্রধান বিচারপতির দায়িত্বে সঞ্জীব খান্না, রাষ্ট্রপতি ভবনে নিলেন শপথ

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের ৫১ তম প্রধান বিচারপতির দায়িত্বে সঞ্জীব খান্না, রাষ্ট্রপতি ভবনে নিলেন শপথ

দেশের শীর্ষ আদালতের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ নিলেন সঞ্জীব খান্না । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাইসিনা হিলসে আজ তাঁকে শপথ বাক্য পাঠ করালেন । আগামী ছয় মাস সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ।

প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় রবিবার অবসর নিয়েছেন । তাঁর স্থলাভিষিক্ত হলেন বিচারপতি সঞ্জীব খান্না । ১৯৮৩ সালে দিল্লি বার কাউন্সিলের সদস্য হয়ে বিচারপতি খান্না কর্মজীবন শুরু করেন । ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের বিচারপতি হন । ২০১৯ সালে নিযুক্ত হন দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে । ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি-র এগজ়িকিউটিভ চেয়ারম্যানও দায়িত্বও পালন করেছেন তিনি ।

দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবরাজ খান্নার পুত্র এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এইচ আর খান্নার ভাইপো সঞ্জীব খান্না দেশের বিভিন্ন মাইলফলক মামলায় বিচারকের দায়িত্ব পালন করেছে । জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ, নির্বাচনেব্যবহৃত ইভিএম-এর স্বচ্ছতা, নির্বাচনী বন্ড মামলা, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন সংক্রান্ত মামলায় অন্যতম বিচারপতিও ছিলেন সঞ্জীব খন্না । সাংবিধানিক বিষয় ছাড়াও আয়কর, বাণিজ্য এবং পরিবেশ সংক্রান্ত আইনে তিনি পারদর্শী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!