Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩০, ২০২৩

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে, ফের ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে, ফের ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়

বাইপাসের অ্যাপোলো হাসপাতাল থেকে রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে বার করে  নিয়ে গেলেন ইডির আধিকারীকরা। হাসপাতালে স্ট্রেচারে করে তিনি এসেছিলেন,তবে তিনি হেঁটেই বার হলেন ধৃত মন্ত্রী। মন্ত্রীর সঙ্গে তাঁর কন্যা প্রিয়দর্শিনী ও দাদা দেবপ্রিয় মল্লিক রয়েছেন।
শুক্রবার আদালতে শুনানি চলাকালীন আদালতের মধ্যেই জ্ঞান হারান জ্যোতিপ্রিয়। তারপর তাঁকে বাইপাসের অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর সিটি স্ক্যান, হল্টার মনিটরিং সহ সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা হয়। অবশেষে সোমবার দুপুরে মন্ত্রীর স্বাস্থ্য নিয়ে মেডিক্যাল বোর্ডের বৈঠক হয়। বৈঠকের পর চিকিৎসকরা জানিয়ে দেন জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য ভালো আছেন। তাঁর হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই। এর পরই ইডি সিদ্ধান্ত নেয় জ্যোতিপ্রিয়কে তারা নিজেদের হেফাজতে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হবে সেই মতো সোমবার রাত ১০টায় অ্যাপোলো হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয়কে বার করে রাত ১০টা ৮ মিনিট নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন ইডির আধিকারীকরা। হাসপাতাল থেকে বার হওয়ার সময় এবং সিজিও কমপ্লেক্সে প্রবেশের সময় হেঁটেই যান ধৃত মন্ত্রী। তবে প্রথমদিন তিনি বিজেপি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেও এদিন সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর মন্ত্রী দেননি। জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়মিত রক্তে শর্করার পরিমাণ ও রক্তচাপ পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ দিতে হবে বলে হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর শরীরের অবস্থা পর্যালোচনা করেই ইডি আধিকারীকরা ঠিক করবেন তাঁকে আজ রাতে জিজ্ঞাসাবাদ করা হবে কি না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!