Advertisement
  • দে । শ স্মৃ | তি | প | ট
  • মে ১২, ২০২৩

কল্যাণী কাজী প্রয়াত, এসএসকেএমে শায়িত মরদেহ। শেষকৃত্য আগামীকাল।হাসপাতালে অনুরাগীদের ভিড়। শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী।বেদনার ছায়া ঢাকায়

আরম্ভ ওয়েব ডেস্ক
কল্যাণী কাজী প্রয়াত, এসএসকেএমে শায়িত মরদেহ। শেষকৃত্য আগামীকাল।হাসপাতালে অনুরাগীদের ভিড়। শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী।বেদনার ছায়া ঢাকায়

কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী প্রয়াত। শুক্রবার ভোর সাড়ে ৫ টায় তাঁর মৃত্যু হয়েছে। বেশ কিছু দিন ভর্তি ছিলেন যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার উন্নতি হয়নি। পরে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে এসএসকেএমে নিয়ে আসা হয় নজরুলগীতির অন্যতম খ্যাতমান গায়িকাকে। এখানেই তাঁর দেহাবসান ঘটে।

খবর পেয়ে ছুটে যান কলকাতার প্রথম নাগরিক ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও তথ্য সম্প্রচার মন্ত্রী ইন্দ্রনীল সেন । ইন্দ্রনীলের সঙ্গে কল্যাণী কাজীর সম্পর্ক দীর্ঘদিনের, পারিবারিক সৌহার্দ্যের। ফিরহাদও কবি পরিবারের বিশেষ ঘনিষ্ঠ। মুখ্যমন্ত্রী মমতা বদ্যোপাধ্যায় কবির পুত্রবধূকে ‘দিদি’ বলে সম্বোধন করতেন। কল্যাণীর স্বামী আর গিটার ম্যায়েস্ট্রো অনিরুদ্ধ নজরুল ইসলামের জীবদ্দশায় মারা গিয়েছিলেন খ্রিষ্টোফার রোডের বাড়িতে। বাকরুদ্ধ নজরুলের দেখাশোনা করতেন কল্যাণী, নজরুল গীতির আভিজাত্য রক্ষা আর প্রচারে তাঁর অবদান অসামান্য। পুত্রবধূ অসুস্থ নজরুলকে গান শুনিয়ে শান্ত করতেন। খাবার সময় পুত্রস্নেহ ঢেলে দিয়ে খাইয়ে দিতেন। কখনো ছেড়ে থাকতে চাননি। বাংলাদেশে নজরুলকে স্থায়ীভাবে নিয়ে যাওয়া মেনে নিতে পারেননি। কখনো কখনো শ্বশুর কবিকে দেখতে ঢাকায় ছুটে যেতেন। কল্যাণী অনিরুদ্ধের ছেলে অরিন্দমও সরস্বতীর আশীর্বাদে পরিপূর্ণ। বিশিষ্ট গিটার শিল্পী, ছবি আঁকেন। কল্যানীর মেয়ে অনিন্দিতাও শিল্পিত স্বভাব আর কাজী পরিবারের যোগ্য উত্তরাধিকারী। বিবাহসূত্রে তিনি এখন বিদেশে। কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমি তাঁর স্বজন আর অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বলা জরুরি, ২০১৫ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় কল্যাণীকে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সংস্কৃতির মূল স্রোতে ফিরিয়ে আনা হয় কাজী পরিবারকে। গড়ে ওঠে নজরুল তীর্থ, চুরুলিয়ায় নজরুল বিশ্ববিদ্যালয়– এরকম বহু স্মৃতিস্মারক আর কৃতজ্ঞতাসূচক প্রতিষ্ঠান। কল্যাণীর প্রয়াণে বাংলাদেশে গভীর শোক, শিল্পাঙ্গনের বিভিন্ন মহলে।

কল্যাণী কাজী বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। বয়স হয়েছিল ৮৮। কল্যাণী-অনিরুদ্ধের ছেলে অরিন্দম বলেছেন, এসএসকেএমে তাঁর মরদেহ শায়িত রয়েছে। আগামীকাল নিউ জার্সি থেকে ফিরে আসার পর নজরুল গীতির নিখুঁত শিল্পী কল্যাণীর শেষ কৃত্য সম্পন্ন হবে। হাসপাতালে ছুটে যাচ্ছেন শিল্পী ও অনুরাগীরা। নজরুল গীতি চর্চার হঠাৎ অবসানে সবাই শোকমগ্ন। বহুমাত্রিক কাজী নজরুলের স্পর্শধন্য প্রতিভাকে ভোলা সহজ নয়, সম্ভবও নয়। নজরুলের মতোই বাঙালির স্মরণে বার বার ফিরে আসবেন কল্যাণী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!