- এই মুহূর্তে দে । শ
- মে ২৮, ২০২৪
বিরিয়ানিতে বিষক্রিয়া! হৈচৈ কেরালায় । ত্রিশুরে প্রাণ হারালেন এক, হাসপাতালে ১৭৮

কেরলে বিষাক্ত বিরিয়ানি খেয়ে প্রাণ হারালেন এক মহিলা। হাসপাতালে ভর্তি করা হয় আরও ১৭৮ জনকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণের রাজ্য কেরালায়। গত শনিবার সপ্তাহান্তে ত্রিশুর জেলার পেরিঞ্জানাম এলাকায় হোটেল সাঁই রেস্তরাঁর বিরিয়ানিত খেয়েই বিষক্রিয়া হয়।
পুলিশ জানিয়েছে, কুটিলাক্কাদাও এলাকার বাসিন্দা উজ়াইবা (৫৬) , ওই রেস্তরাঁর বিরিয়ানি খাওয়ার পরে পেটে অসহ্য যন্ত্রণা এবং বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি আছেন তাঁর আরও দুই আত্মীয় ।
শনিবার সপ্তাহান্তে ওই নামকরা রেস্তরাঁয় বহু মানুষ বিরিয়ানি খেতে আসেন। বিপুল চাহিদার জন্য নিমেষের মধ্যে তা শেষ হয়ে যায়। কিন্তু কিছু সময়ের মধ্যে খবর আসতে থাকে, যেসব গ্রাহকেরা ওই বিরিয়ানি খেয়েছেন তাঁরা সবাই বমি ও পেটের যন্ত্রণা, ডায়েরিয়ার মতো উপসর্গ নিয়ে একে একে হাসপাতালে ভর্তি হচ্ছেন । পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক আকার নেয়।
এরপর রেস্তরাঁ মালিকের বিরুদ্ধে জনতা রোষে ফেটে পড়ে ।ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা,খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা ও পুলিশ। তাঁরা অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো ব্যবস্থা করেন।। স্বাস্থ্য দফতর হোটেল মালিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। তারা জানিয়েছে, হোটেলে খুব অপরিচ্ছন্নভাবে বিরিয়ানি প্রস্তুত করা হয়।প্রাথমিকভাবে অনুমান, খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে এমন ঘটেছে। তবে চূড়ান্ত রিপোর্ট এখনও আসা বাকি। এই গোটা ঘটনা নিয়ে কায়পামঙ্গলম থানায় একটি রিপোর্ট দায়ের করা হয়েছে ।
❤ Support Us