Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • এপ্রিল ২৭, ২০২২

গরমে বিপত্তি চলচ্চিত্র উৎসবে, সাময়িকভাবে বন্ধ নন্দন ১-এর শো

প্রচন্ড গরমে বিকল হয়ে গেল সার্ভার .

আরম্ভ ওয়েব ডেস্ক
গরমে বিপত্তি চলচ্চিত্র উৎসবে, সাময়িকভাবে বন্ধ নন্দন ১-এর শো

শুরু হয়েছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। একদিকে উৎসবের মেজাজ অন্যদিকে শহর জুড়ে তাপপ্রবাহ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনেই বিভ্রাট। যান্ত্রিক গোলযোগে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল স্ক্রিনিং।তাপপ্রবাহে পুড়ছে কলকাতা সহ গোটা দক্ষিনবঙ্গ। আর এই গরমেই তাল কাটল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। প্রচন্ড গরমে বিকল হয়ে গেল সার্ভার।

নন্দন ১-এর বিকেল ৪.৩০ মিনিটের শো যান্ত্রিক ত্রুটির কারনে বন্ধ থাকে প্রায় তিরিশ মিনিট। এর ফলে সন্ধে ৭টার শো শুরু হয় ৭.৩০ মিনিটে। এছাড়াও ৪.৩০ মিনিটের ফ্রান্সের সিনেমা টাইটেনিয়াম শেষ হয় ৭.১০ মিনিটে।

উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার স্ক্রিনিং বন্ধ ছিল ১৫ মিনিট। এক সার্ভার থেকে অন্য সার্ভারে ট্রান্সফার করতে সময় লাগে বলে জানিয়েছেন তিনি। তাতেই সমস্যা সৃষ্টি হয় বলে তাঁর অভিমত। তিনি আরও বলেন যে গরমের কারনেই সার্ভারে সমস্যা হয় এবং আগামিদিনে সার্ভার রুম ঠান্ডা রাখার জন্য অতিরিক্ত এয়ারকন্ডিশনারের ব্যবস্তা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, পয়লা মে পর্যন্ত চলছে বাংলার চলমান চিত্রের উৎসব। মোট চল্লিশটি দেশের মোট ১৬৩টি সিনেমা দেখান হবে শহরের ১০টি প্রেক্ষাগৃহে। এবারের উৎসবে ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। সে দেশের সাতটি ছবি উৎসবে দেখানো হবে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি মাথায় রেখে কয়েকটি ছবি রাখা হয়েছে।  প্রদর্শনী করে শতবর্ষ উপলক্ষে সম্মান জানানো হচ্ছে সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্তর মতো কিংবদন্তিকে। সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেন পরিচালক-প্রযোজক সুজিত সরকার। এমন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যান্ত্রিক ত্রুটি কি কাম্য? এমন প্রশ্ন তুলছেন অনেকে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!