- ক | বি | তা রোব-e-বর্ণ
- মে ৮, ২০২২
গুচ্ছ কবিতা

চিত্র: অঞ্জন ভট্টাচার্য
মাটির শিকড়ে
জীবনব্যাপী সমস্ত কুৎসা অপবাদের কোলাহল থেকে পাখিদের মত
অনেক অনেক দূরে থাকি ;
প্রতিদিন দেখি -ভোরের সূর্যের লালটিপ
আলোমাখা ঘাসে ঘাসে
পড়ে আছে স্মৃতির অক্ষর,
ভালবাসার পালক, খড়কুটো ;
চলে যাবার আগে মাটির শিকড়ে আমিও
রেখে যাব সমস্ত দুঃখ, অশ্রুর অক্ষর ;
জন কলরব থেকে সহস্র যোজন দূরে থাকি
সূর্য ডোবা ম্লান জোছনায় দেখি
মরা চাঁদের চোখে লেগে আছে ব্যর্থ আমারই চোখের
বিন্দু বিন্দু অশ্রু ।
স্বপ্নে কিছুক্ষণ
আজ পাখি ডাকা ভোরের মায়া জড়ানো স্বপ্নে কিছুক্ষণ
শুনেছি বহুদূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন ;
আজ এলোমেলো স্বপ্নে দেখেছি রাঙা কিশোরীর লাজুক মুখ কিছুক্ষণ
ভালবেসে চেয়েছি শুধু তার
পরান্মুখ হৃদয় ;
আজ জানালা খুলে উড়িয়ে দিয়েছি সব অভিমান
রোদ্দুরে ভেজা উঠোনে এসে
পাখিরা শুনিয়েছে কলতান গান ;
আজ নদীর জলে ভাসিয়ে দিই
পবনের নাও
কিশোরী দুয়ারে ছুটে এলে যাব না চলে অন্যকোথাও ।
সহচরী
শিশিরের জলে
যার ম্লান মুখ ভেসে ওঠে
তাকে আমি চিনি,
সে ছিল আমার স্বপ্ন সঞ্চারী ;
আজও তাকে মৃদঙ্গ জ্যোৎস্নায় আমি খুঁজি,
খুঁজি আকাশের দিগন্ত রেখায় ।
♦—♦
❤ Support Us