Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৩, ২০২৩

বিশ্বের প্রথম ১০ দূষিত শহরের তালিকায় দিল্লির সঙ্গে নাম লেখাল কলকাতা ও মুম্বই

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বের প্রথম ১০ দূষিত শহরের তালিকায় দিল্লির সঙ্গে নাম লেখাল কলকাতা ও মুম্বই

বিশ্বের দূষিত শহরগুলির মধ্যে শীর্ষে ছিল দিল্লি। এবার দূষিত শহরের তালিকায় প্রথম ১০–এ জায়গা করে নিল কলকাতা এবং মুম্বই। রবিবার ছিল দীপাবলি। আর তার পরের দিনই বায়ু দূষণের শীর্ষে থাকা ১০টি শহরের মধ্যে রয়েছে দিল্লি, কলকাতা এবং মুম্বইয়ের নাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালিত সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে সোমবার সকালে দিল্লির বাতাসের মান ছিল ৪২০। আর কলকাতার বাতাসের মান ১৯৬। মুম্বইয়ের ১৬৩। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে বায়ু দূষণে দিক দিয়ে শীর্ষে রয়েছে দিল্লি। কলকাতা পৌঁছে গেছে চতুর্থ স্থানে আর মুম্বই রয়েছে অষ্টম স্থানে।
কোনও শহরের বাতাসের মান ৪০০ থেকে ৫০০ পয়েন্টের মধ্যে থাকলে, সেই শহরের বাতাসকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়। এই বাতাস সুস্থ ব্যক্তিদের খুবই প্রভাবিত করে। যদি কোন সুস্থ ব্যক্তি নিঃশ্বাস নেন, তাহলে তিনিও অসুস্থ হয়ে পড়বেন। কোনও শহরের বাতাসের মান ১৫০ থেকে ২০০ মধ্যে থাকলে হাঁফানি, ফুসফুস এবং হৃদরোগে আক্রান্ত মানুষদের অস্বস্তি বেড়ে যায়। বাতাসের মান ০ থেকে ৫০–এর মধ্যে থাকাটাই স্বাস্থ্যকর।

রবিবার দীপাবলীর রাত থেকেই দিল্লির বাতাস ভারী ধোঁয়াশায় ঢেকে গিয়েছিল এবং মাঝরাতে বাতাসের মান ৬৮০–তে পৌঁছে গিয়েছিল। এয়ার কোয়ালিটি ইনডেক্স সূচক অনুযায়ী যা খুবই বিপজ্জনক। মূলত দীপাবলীর ঠিক আগে থেকেই দিল্লির বাতাসে দূষণের মাত্রা খুবই বেড়ে যায়। তাই প্রতিবছর সরকার রাজধানীতে আতশবাজির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু সেই নিষেধাজ্ঞা কখনোই কার্যকর হতে দেখা যায়নি। দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সরকার কিছুদিন আগেই যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। তাতেও লাভের লাভ কিছু হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!