শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে দারুণ গতিতে এগিয়ে চলেছে মহমেডান স্পোর্টিং। শনিবার কালীঘাট এমএস–কে হারাল ৩–২ ব্যবধানে। প্রথমে পিছিয়ে পড়েও দলগত সংহতিতেই এই জয় মহমেডানের। কালীঘাটকে হারিয়ে সুপার সিক্সের দিকে অনেকটাই এগিয়ে গেল সাদাকালো ব্রিগেড।
ম্যাচের শুরুটা ভাল হয়নি মহমেডানের। প্রথম দিকে কালীঘাটের দাপটই ছিল বেশি। ম্যাচের ১৫ মিনিটে অসিত হেমব্রমের গোলে এগিয়েও যায়। এরপর ধীরে ধীরে খেলায় ফেরে মহমেডান। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে সাদাকালো ব্রিগেড। ৭ মিনিটের মধ্যে বিকাশ সিং গোল করে ম্যাচে সমতা ফেরান। সমতা ফেরানোর পরপরই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মহমেডানের সামনে। ডেভিডের শট আটকে দেন কালীঘাট গোলকিপার।
তবে বেশিক্ষণ মহমেডানকে আটকে রাখতে পারেনি কালীঘাট। ২৬ মিনিটে কালীঘাটের ৫ ফুটবলারকে কাটিয়ে দৃষ্টিনন্দন গোল করেন ডেভিড। এগিয়ে যাওয়ার পর বদলে যায় মহমেডান। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। প্রথমার্ধের একেবারে শেষলগ্নে গোল করে মহমেডানকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন ডেভিড। দ্বিতীয়ার্ধেও দাপট ছিল মহমেডানের। তবে গোল তুলে নিতে পারেনি। উল্টে ম্যাচের ৮১ মিনিটে সুরজিৎ হালদার গোল করে ব্যবধান কমান। ৯ ম্যাচে ৮টি জয় তুলে নিল মহমেডান। লিগ টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্সের দিকে অনেকটাই এগিয়ে গেল সাদাকালো ব্রিগেড।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34