- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৬, ২০২৫
২০২৬ বিশ্বকাপ উপলক্ষ্যে কানাডার ভ্যাঙ্কুবারের রাস্তায় চলবে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম

বিশ্বের দরবারে কলকাতার ট্রাম ও হলুদ ট্যাসির আলাদা ঐতিহ্য রয়েছে। কিন্তু কালের নিয়মে হারিয়ে যেতে বসে সেই ঐতিহ্য। ওলা, উবের, রাইডার এসে যাওয়ায় হলুদ ট্যাক্সি বিলুপ্ত হতে চলেছে। ঐতিহ্য হারাতে চলেছে ট্রামও। কিছুদিন আগেই রাজ্য সরকার ঠিক করেছিল কলকাতায় আর ট্রাম চালানো হবে না। কিন্তু বিশ্বের দরবারে সেই ট্রামই অন্যরকম মর্যাদা পেতে চলেছে। ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে কলকাতার ট্রাম চেয়ে পাঠাল কানাডার ভ্যাঙ্কুবার সিটি কর্তৃপক্ষ।
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকোর সঙ্গে ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রয়েছে কানাডার। ঐতিহ্য প্রদর্শনের অংশ হিসাবে কানাডা চাইছে বিশ্বকাপ চলাকালীন ভ্যাঙ্কুবারের সিটিতে ট্রাম চালাতে। ১.৭ কিলোমিটার বিশেষ রুটে দুটি ট্রাম চালানো হবে। ১৯ নভেম্বর কাউন্সিল অফ জেনারেল অফ ইন্ডিয়ার তরফে ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে কানাডার ভ্যাঙ্কুবারের দুটি ট্রাম পাঠানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে সারা দিয়েছে রাজ্য সরকার। দুটি ট্রাম কানাডায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
শেষ পর্যন্ত কি কলকাতা থেকে কানাডায় যাবে ট্রাম? বিষয়টা যথেষ্ট কঠিন। কারণ, এই মুহুর্কে কলকাতা হাইকোর্টে ট্রাম সংরক্ষণ সংক্রান্ত একটি মামলা চলছে। যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই কানাডায় ট্রাম পাঠাতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। আদালতে ট্রাম সংক্রান্ত মামলার শুনানি চলার সময় রাজ্যের আইনজীবী এই বিষয়ে আবেদন জানান। ভ্যাঙ্কুবারের সিটি কর্তৃপক্ষ সরকারের মাধ্যমে রাজ্যের পরিবহন দপ্তরের কাছে ফিফা বিশ্বকাপের জন্য দুটি ট্রাম চেয়ে আবেদন জানিয়েছে।
রাজ্যের আইনজীবীর কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানতে চান, বিশ্বকাপের পর ট্রামগুলি আবার কলকাতায় ফেরত আসবে কিনা। রাজ্যের আইনজীবী আদালতকে জানান, ১.৭ কিলোমিটার বিশেষ রুটে দুটি ট্রাম চলমান ঐতিহ্য প্রদর্শনের অংশ হিসাবে চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভ্যাঙ্কুবারের সিটি কর্তৃপক্ষ। যদি পরে ভারত সরকার ও রাজ্য সরকার মনে করে তাহলে তা উপহার হিসাবে কানাডা সরকারকে দেওয়া হবে। বিষয়টি শুনে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশে যাচ্ছে, এতে আমাদের অত্যন্ত আনন্দ হওয়া উচিত।’ যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও সম্মতি দেয়নি আদালত। রাজ্যের আইনজীবীকে পৃথকভাবে আবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
❤ Support Us