শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ভ্রমণ পিপাসুদের অন্যতম প্রিয় গন্তব্যস্থল শিমলায় এখন বিভীষিকাময় পরিস্থিতি।প্রাকৃতিক দুর্যোগে এখন বিপর্যস্ত সমগ্র হিমাচল প্রদেশ। অবিরাম বৃষ্টি ও ভূমিধসের কবলে বিধ্বস্ত গোটা শৈল শহর। বহু জায়গায় দেখা দিয়েছে বন্যা। ক্রমশ বাড়ছে শতদ্রু ও বিপাশার জলস্তর। বহু মানুষ আহত হয়েছেন। অনেকেই রয়েছেন জলবন্দি। তাঁদের উদ্ধার করার কাজ চলছে। অব্যাহত রয়েছে ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ বের করে আনার জন্য অভিযান । ১৩ তারিখ থেকে শুরু হয়েছে অবিরাম বর্ষণের ধারা। এখনো পর্যন্ত তাতে ৬০ জন মারা গিয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
People heard screaming, ‘leave the house’ as landslide hits Shimla, several houses collapse on camera#HimachalPradesh #India #Landslide #Shimla #Floods #KrishnaNagar #Flooding #Climate #Weather #Viral #FlashFloods #हिमाचल_प्रदेश #बाढ़ #शिमला pic.twitter.com/GWD1L3Cp4D
— Earth42morrow (@Earth42morrow) August 15, 2023
গত সপ্তাহ থেকেই প্রবল বর্ষণ চলছে হিমাচল প্রদেশে। মঙ্গলবার স্বাধীনতা দিবস উদযাপনের দিনে শিমলার কৃষ্ণ নগর এলাকায় নামে ভয়াবহ ভূমিধস। পরের দিনও তাঁর কোনো ব্যতিক্রম ঘটল না। পর পর দুদিনের এই ভয়াবহ দুর্যোগে আটটি বাড়ি ধসে চাপা পড়েছে। এখনো পর্যন্ত অন্তত ২১ জন মারা গিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এদের মধ্যে ৯ জনের মৃতদেহের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন। রক্ষা পায়নি দেবালয়ও। ভূমি ধসে ভেঙে পড়েছে এলাকার একমাত্র শিব মন্দির। শুধু তাই নয়, তাঁর ধবংস স্তূপ থেকে একজনের দেহ মিলেছে। সেখানে হয়তো আরো জনা দশেক আটকে থাকতে পারেন বলে মনে করা লহচ্ছে। তার সংলগ্ন এলাকায় মারা গিয়েছেন ১২ জন। তবে, উদ্ধারকার্য এখনো চালিয়ে যাচ্ছেন রাজ্যে ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। ইতিমধ্যে ঐ এলাকায় ১০ থেকে ১৫ টি বাড়ি খালি করে দেওয়া হয়েছে। সেখানকার বাসিন্দাদের আরো নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।
বন্যা ও ভূমিধসের কারণে বহু এলাকায় এখন বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন। বহু বাড়ি ভেসে গিয়েছে জলের স্রোতে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রাজ্যের বিভিন্ন অঞ্চলে পরিদর্শনে গিয়েছেন। নিরাপত্তার কারণে তাঁকে সরাসরিভাবে নামতে বাধা দিচ্ছেন তাঁর দেহরক্ষীরা। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, রাহুল গান্ধি আজ হিমাচল সফরে আসতে পারে। কথা বলতে পারেন বিপন্নদের সঙ্গে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34