শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
চিত্র : সংবাদ সংস্থা
জ্ঞানবাপীর পুরাতাত্ত্বিক সমীক্ষার মাঝেই আদালতের বাইরেই এ মামলার সমাধানের জন্য প্রস্তাব রাখলেন উগ্র ধর্মীয় সংগঠনের এক নেতা জিতেন্দ্র সিং বিষেণ। এই উদ্দেশে মসজিদ কমিটিকেও একটি চিঠি পাঠিয়েছেন। মসজিদ কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা এ নিয়ে এখন স্থির সিদ্ধান্তে আসতে পারেননি। অপরদিকে, মামলাকারীরা নিজেদের অবস্থানে অনড়। তাই মসজিদ বিতর্কের অবসান এত সহজে হবে না কিনা তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।
জিতেন্দ্র সিং বিষেনের দাবি, মূল মামলাকারীর সম্মতিতেই দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করতে উদ্যোগী হয়েছেন তাঁরা। তিনি বলেছেন, আইনি পথে লড়াই চলতে থাকলে, দুই সম্প্রদায়ের মধ্যে ব্যবধান আরো বাড়বে। দেখা দেবে সংঘাত। যা দেশ ও সমাজের জন্য ক্ষতিকর সেকারণেই তিনি মনে করেন, আদালতের বাইরেই পারস্পরিক বোঝাপড়ায় বিষয়টির নিষ্পত্তি ঘটে, তার থেকে ভালো আর কিছু হয় না। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ মুহুর্তে এটাই অত্যন্ত প্রয়োজনীয়। মসজিদ কমিটির পক্ষ থেকে যুগ্ম সচিব পত্রপ্রাপ্তির কথা স্বীকার করেছেন। তাঁরা এ নিয়ে বলেছেন, বিষয়টি তাঁদের বিবেচনাধীন। সবার সঙ্গে আলোচনার পরই তাঁরা তাঁদের সিদ্ধান্তের কথা জানাবেন।
মামলাকারীদের আইনজীবী হরিশঙ্কর জৈন অবশ্য নিজের অনড় মনোভাব দেখিয়ে বলেছেন, কাশীর বিশ্বনাথ মন্দিরের সম্মান রাখার প্রশ্নের কোনো আপোষে যেতেই তাঁরা রাজী নন। তাঁর বক্তব্য মসজিদের জমি যারা নিজেদের বলেই দাবি করছেন তাঁরা যদি বেআইনি জবরদখলের অপরাধ স্বীকার করে ক্ষমা চান, তাহলে সেক্ষেত্রে তাঁরা বিষয়টি ভেবে দেখবেন। উল্লেখ্য, কয়েকদিন আগে,উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীও এব্যাপারে নিজের অনমনীয়তাকে সর্বসমক্ষে তুলে ধরেছিলেন। সেই একই সুর হরিশঙ্করের কণ্ঠে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34