- দে । শ
- ফেব্রুয়ারি ৮, ২০২৫
পণে রাজি না হওয়ায় খুন হতে হল তরুণী বধূকে গ্রেপ্তার আইনজীবী স্বামী

রয়্যাল এনফিল্ড বাইক সঙ্গে আরও ৩ লক্ষ টাকা চাই। তাই নিয়ে বিয়ের পর থেকেই নব পরিনিতা স্ত্রীর ওর চাপ সৃষ্টি করে আসছিলেন আইনজীবী স্বামী ও শ্বশুর। কিন্তু পণ দিতে রাজি হন নি বধূ। পণে রাজি না হওয়ায় খুন হতে হল তরুণী বধূকে। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী স্বামী। গত মঙ্গলবার বসিরহাট দু নম্বর ব্লকের মাটিয়া থানার স্বরূপনগর এলাকায় তুহিনা পারভিন (২৪) নামে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হয়। আত্মহত্যা বলে চালিয়েও শেষ রক্ষা হল না। স্ত্রীকে খুনের অভিযোগে শুক্রবার রাতে মাটিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে মৃতার স্বামী পেশায় বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী সাবির আহমেদ মণ্ডলকে। ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , হাসনাবাদ থানার কালুতলা গ্রামের বাসিন্দা তুহিনা পারভিনের সঙ্গে সাত মাস আগে বিয়ে হয় মাটিয়া থানার স্বরূপনগরের বাসিন্দা সাবির আহমেদ মণ্ডলের সঙ্গে। সাবির ও তার বাবা বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী। মেয়ের বাবার অভিযোগ, সম্প্রতি জামাই সহ মেয়ের শ্বশুর বাড়ির সদস্যরা ৩ লক্ষ টাকা ও একটি বুলেট গাড়ি বাপের বাড়ি থেকে আনার জন্য মেয়ের উপর চাপ দিতে থাকে । মেয়ে প্রতিবাদ করলে মেয়ের উপর অত্যাচার করতে থাকে শ্বশুর বাড়ির সদস্যরা । বিষয়টি মেয়ে ফোন করে বাবাকে জানায়। মঙ্গলবার দুপুরে মেয়ের শ্বশুরবাড়ির পাশের বাড়ি থেকে ফোন তাঁরা মাটিয়ায় যান। সেখান থেকে ধান্যকুড়িয়া হাসপাতালে গিয়ে মেয়ের মৃতদেহ দেখতে পান তুহিনার বাবা । মৃতার বাবার দাবি, মেয়েকে শ্বাস রোধ করে মেরে ঝুলিয়ে দিয়েছে শ্বশুববাড়ির সদস্যরা। মৃতার বাবা খলিলুর রহমান গাজি মাটিয়া থানায় মেয়ের স্বামী সহ শ্বশুর বাড়ির ৬ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে শুক্রবার রাতে মাটিয়া থানার পুলিশ অভিযুক্ত স্বামী পেশায় আইনজীবী সাবির আহমেদ মণ্ডলকে গ্রেপ্তার করে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
❤ Support Us