শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
লিওনেল মেসির মুকুটে কি আরও একটা পালক যুক্ত হবে? জানা যাবে ৩১ আগস্ট। ওই দিনই ২০২২–২৩ মরশুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দেবে উয়েফা। পুরুষদের বর্ষসেরা ফুটবলারের জন্য তিনজন ফুটবলার মনোনীত হয়েছেন। লিওনেল মেসির সঙ্গে লড়াইয়ে রয়েছেন আর্লিং হাল্যান্ড ও কেভিন ডি ব্রুইন। এই তিনজনের মধ্যে থেকেই একজন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাবেন।
লিওনেল মেসি দু’বার উয়েফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন। প্রথমবার পেয়েছিলেন ২০১০–১১ মরশুমে। তারপর পেয়েছিলেন ২০১৪–১৫ মরশুমে। মেসির সঙ্গে এবার পুরস্কার পাওয়ার লড়াইয়ে রয়েছেন ম্যানঞ্চেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিড ডি ব্রুইন ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। এই দুই ফুটবলার ম্যাঞ্চেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জিততে দারুণ সাহায্য করেছেন। এই মরশুমে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে সি করেছেন মেসি। পিএসজি–র জার্সি গায়েও গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন। এখন দেখার মেসির ভাগ্যে শিকে ছেড়ে কিনা।
৩১ আগস্ট ২০২৩–২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের সূচি প্রকাশিত হবে। মোনাকোর গ্রিমাল্ডি ফোরামে সেই সূচি ঘোষণার ফাঁকেই ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলারের নাম। বর্ষসেরা ফুটবলারের ৩ জনের তালিকায় মনোনয়নের জন্য মেসি, ডি ব্রুইন ও হালান্ডের সঙ্গে লড়াইয়ে ছিলেন ইলকায় গুন্দোয়ান, রড্রি, কিলিয়ান এমবাপে, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, ডেক্লান রাইস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জেসাস নাভাস। ক্লাব ও জাতীয় দলে পারফরমেন্স বিচার করে বাছাই পর্ব চালায় উয়েফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ। এবার সেরা বেছে নেবেন জুরিরা। এই জুরিদের তালিকায় রয়েছেন ২০২২–২৩ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগের কোচেরা, উয়েফার মেম্বার অ্যাসোসিয়েশনগুলির জাতীয় দলের কোচরা। এছাড়াও থাকেন ইউরোপীয় স্পোর্টস মিডিয়ার কিছু বাছাই সাংবাদিক। গত মরশুমে পুরস্কার পেয়েছিলেন করিম বেঞ্জিমা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34