Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১০, ২০২৫

রুপোর পর সোনা, অ্যাথলেটিক্সে বাংলার মুখ উজ্জ্বল করলেন মৌমিতা মণ্ডল

আরম্ভ ওয়েব ডেস্ক
রুপোর পর সোনা, অ্যাথলেটিক্সে বাংলার মুখ উজ্জ্বল করলেন মৌমিতা মণ্ডল

জাতীয় গেমসে বাংলার মুখ উজ্জ্বল করলেন মৌমিতা মণ্ডল। তাঁর হাত ধরেই রবিবার দু–দুটি পদক এল বাংলার ঘরে। মহিলাদের ১০০ মিটার হার্ডলসে রুপো জেতার পর লং জাম্পেও বাংলাকে সোনা এনে দিয়েছেন এই অ্যাথলিট। এছাড়া আর্টিস্টিক জিমন্যাস্টিকসেও বাংলাকে সোনা এনে দিয়েছে মহিলা দল।

মহিলাদের ১০০ মিটার হার্ডলসে মৌমিতা মণ্ডলের প্রধান প্রতিপক্ষ ছিলেন জ্যোতি ইয়ারাজি। তাঁকে হারিয়ে সোনা জেতাটা কঠিনই ছিল মৌমিতার কাছে। তবুও হ্যাংঝৌ এশিয়ান গেমসে রুপোজয়ী জ্যোতি ইয়ারাজিকে যথেষ্টই বেগ দিয়েছিলেন মৌমিতা। সোনা জেতার পথে জ্যোতি সময় নেন ১৩.১০ সেকেন্ড। অন্যদিকে মৌমিতা মণ্ডল ২৩.৩৬ সেকেন্ড সময় করে রূপো জিতেছেন। ১০০ মিটার হার্ডলসে সোনা জিততে না পারলেও লং জাম্পে আক্ষেপ মিটিয়েছেন মৌমিতা। এই বিভাগে তিনি সোনা জিতেছেন। সোনা জেতার পথে ৬.‌২১ মিটার লাফান তিনি।

মৌমিতা ছাড়াও এদিন বাংলাকে সোনা এনে দিয়েছে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্স দল। বাংলা দলে ছিলেন প্রমতি দাস, প্রতিষ্ঠা, সামন্ত, বিদিশা গায়এন, ঋতু দাস, জিনিয়া দেবনাথ, স্বস্তিকা গাঙ্গুলি। টেনিসে মিক্সড ডাবলসে বাংলাকে ব্রোঞ্জ এনে দিয়েছে যুবরানী ব্যানার্জি ও নীতিন সিনহা। মহিলাদের টেবিল টেনিসেও দারুণ শুরু করেছে বাংলা। প্রথম ম্যাচেই বাংলাকে জয় এনে দিয়েছেন মৌমা দাস, সুতীর্থা মুখার্জি, ঐহিকা মুখার্জিরা।

এখনও পর্যন্ত এবারের জাতীয় গেমসে বাংলার ঝুলিতে এসেছে ২৮টি পদক। এরমধ্যে ৯টি সোনা, ৮টি রুপো, ১১টি ব্রোঞ্জ। পদক তালিকায় আপাতত ১২ নম্বরে রয়েছে বাংলা। এখনও বেশ কয়েকটা পদক আসতে পারে। পদক তালিকার শীর্ষে রয়েছে সার্ভিসেস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!