- দে । শ
- জানুয়ারি ৩১, ২০২৩
হার্দিকের অভিযোগে চাকরি গেল লখনউর পিচ কিউরেটরের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে রাঁচিতে হারতে হয়েছিল ভারতকে। রবিবার দ্বিতীয় ম্যাচে লো স্কোরিং ম্যাচে লখনউয়ে কষ্টার্জিত জয়। লখনউয়ের বাইশ গজ একেবারেই টি২০ ক্রিকেটের উপযুক্ত ছিল না। উইকেট নিয়ে ক্ষোভ উগরে দেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। যার জেরে চাকরি গেল লখনউ–র পিচ কিউরেটরের।
লখনউয়ে দ্বিতীয় টি২০ ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে তোলে ৯৯। ১ বল বাকি থাকতে ভারত জয়ের লক্ষ্যে পৌঁছয়। ৪০ ওভারের মধ্যে ৩০ ওভারই বল করেন স্পিনাররা। ম্যাচে একটাও ছয় হয়নি। অনেক বিশেষজ্ঞই লখনউয়ের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ভারতীয় দলের অধিনায়ক হার্দিক হান্ডিয়া তো বাইশ গজকে ‘শকার’ আখ্যা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের উইকেট টি২০-র পক্ষে একেবারেই অনুপযুক্ত। ম্যাচের পর হার্দিক বলেন, ‘সত্যি কথা বলতে কী, এটা খুবই খারাপ উইকেট ছিল। এখনও পর্যন্ত আমরা দুটি ম্যাচই খারাপ উইকেটে খেলেছি। কঠিন উইকেটের ব্যাপারে আমার আপত্তি নেই। কঠিন উইকেটের জন্য আমরা তৈরি। কিন্তু রাঁচি ও লখনউয়ের উইকেট টি২০ ক্রিকেটের জন্য তৈরি করা হয়নি। কিউরেটরদের উচিত আগে থেকেই উইকেট তৈরি করার।’
বাইশ গজ নিয়ে সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সরিয়ে দেওয়া হল কিউরেটরকেই। অভিজ্ঞ কিউরেটর সঞ্জীব কুমার আগরওয়ালের হাতেই উইকেট তৈরির ভার দেওয়ার কথা জানিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক মাসের মধ্যে লখনউয়ের পিচের মান বদলে দেওয়া হবে বলেও জানিয়েছেন উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। আইপিএলে এবার লখনউয়েও খেলা হবে। তখন যাতে পিচ নিয়ে কোনও অভিযোগ না ওঠে সে কারণেই তড়িঘড়ি এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সাফাই দিয়ে বলা হয়েছে, এই টি২০ আন্তর্জাতিক ম্যাচের আগে লখনউয়ের সেন্টার উইকেটে ঘরোয়া ক্রিকেটের অনেক ম্যাচ হয়েছে। তবে কিউরেটরের উচিত ছিল আন্তর্জাতিক ম্যাচের জন্য একটা বা দুটি উইকেট তৈরি করে রাখা। কিন্তু তিনি সেটা তিনি করেননি। যে কারণে অত্যধিক ব্যবহৃত পিচেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি করাতে হয়। তার আগে আবহাওয়া খারাপ থাকায় ফ্রেশ পিচ তৈরির পর্যাপ্ত সময়ও পাওয়া যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের কিউরেটর তাপস চ্যাটার্জির সঙ্গে পিচ তৈরির কাজ করবেন সঞ্জীব আগরওয়াল। তিনি আগেও কিউরেটরের দায়িত্বে ছিলেন, বাংলাদেশেও পিচ তৈরির অভিজ্ঞতা রয়েছে।
❤ Support Us