Advertisement
  • ভা | ই | রা | ল
  • নভেম্বর ২০, ২০২২

৪ মহাদেশ ও ৩০ হাজার কিমি পথ পাড়ি দিয়ে অ্যান্টার্কটিকায় খাবার ডেলিভারি এক মহিলার

আরম্ভ ওয়েব ডেস্ক
৪ মহাদেশ ও ৩০ হাজার কিমি পথ পাড়ি দিয়ে অ্যান্টার্কটিকায় খাবার ডেলিভারি এক মহিলার

অনলাইনে খাবার অর্ডার করা আজকাল একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মিষ্টি থেকে ফাস্টফুড, লাঞ্চ, ডিনারের মতো ফুল–কোর্সসহ প্রায় যে কোনও খাবার ঘরে বসেই পাওয়া যায়। খাবার সরবরাহকারী বিভিন্ন অ্যাপগুলি শহরের মধ্যে এবং আশেপাশের এলাকায় খাবার সরবরাহ করে থাকে।

খাবার সরবরাহে সাধারণত পুরুষ ডেলিভারী কর্মীদের বেশি দেখা যায়। তবে পুরুষদের টেক্কা দিয়ে একজন মহিলা সবচেয়ে বেশি সময় ধরে খাবার ডেলিভারি করার রেকর্ড গড়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গেছে, চারটি মহাদেশ ও ৩০ হাজার কিমি পথ পাড়ি দিয়ে এক মহিলা সিঙ্গাপুর থেকে অ্যান্টার্কটিকায় একটি খাবারের প্যাকেজ পৌঁছে দিচ্ছেন।

ইনস্টাগ্রামে আপলোড করা ভিডিও ক্লিপটিতে দেখা গেছে, একটা বিমানবন্দরে মানসা গোপাল নামে একজন মহিলা ‘‌বিশেষ খাবার বিতরণ’‌ করার জন্য তার সাহসী যাত্রা শুরু করেন। তিনি সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে ওঠেন এবং আর্জেন্টিনার বুয়েনস এয়ারসে তাঁর পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে জার্মানির হামবুর্গে পৌঁছান। রীতিমতো অ্যাডভেঞ্চার করে অবশেষে অ্যান্টার্কটিকায় তাঁর গন্তব্যের কাছাকাছি পৌঁছে যান। ভিডিও ক্লিপটির শেষের দিকে দেখা গেছে, মানসা বরফ ভেদ করে, একটা নৌকা নিয়ে অবশেষে ডেলিভারি পয়েন্টে পৌঁছন এবং সফলভাবে খাদ্য ডেলিভারি করেন।

ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘‌আজ আমি সিঙ্গাপুর থেকে অ্যান্টার্কটিকায় একটি বিশেষ খাদ্য ডেলিভারি করেছি! এটা এমন নয় যে আপনি প্রতিদিন ৩০ হাজার কিমি এবং ৪টি মহাদেশ পাড়ি দিয়ে সিঙ্গাপুরের খাবারের স্বাদ পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানে পৌঁছে দিতে পারেন!’‌ ক্লিপটি ইনস্টাগ্রামে ৩৫ হাজারের বেশি ভিউ সংগ্রহ করেছে এবং নেটিজেনদের  কাছ থেকে মজাদার প্রতিক্রিয়া পেয়েছে। খাবারের প্যাকেজে কী আছে তা জানার জন্য অনেকেই কৌতূহল দেখিয়েছেন। একজন জিজ্ঞাসা করেছেন, ‘‌কি ডেলিভারি করা হয়েছিল?’‌ বিশেষ ডেলিভারি দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন এবং তাঁকে ‘‌উন্মাদ’‌ এবং ‘‌অসাধারণ’‌ বলে অভিহিত করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!