Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৩০, ২০২৩

ফ্রান্সে জরুরি অবস্থা জারির আশঙ্কা।পরিস্থিতি সামাল দিতে ক্যাবিনেটের বিশেষ বৈঠক ডাকলেন মাঁকর

আরম্ভ ওয়েব ডেস্ক
ফ্রান্সে জরুরি অবস্থা জারির আশঙ্কা।পরিস্থিতি সামাল দিতে ক্যাবিনেটের বিশেষ বৈঠক ডাকলেন মাঁকর

১৭ বছরের নাবালকের হত্যাকে কেন্দ্র করে উত্তাল ফ্রান্স। দেশের একাধিক অভিজাত শহরে চলছে অশান্তি ও জনতা-পুলিশ সংঘর্ষ। মন্ত্রী জেরাল্ড ডারমানি ড়ুইট বার্তায় জানিয়েছেন, গোটা দেশে এখন পর্যন্ত হিংসায় ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ৬৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জখম হয়েছেন ৯ জন পুলিশ। রাষ্ট্রপতি ইম্যানুয়েল মাঁকর ইতিমধ্যে এ বিষয়ে আলচনার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠকের আহ্বান করেছেন। সংবাদ সংস্থার খবর, ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন যোগদান বাতিল করে তাঁর এই পদক্ষেপ।

মঙ্গলবার রাজধানী প্যারিসের কাছে ন্যান্তেরে নামক এক শহরতলিতে পুলিশের নির্দেশে গাড়ি না থামানোয় ১৭ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করে ফরাসি পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ডেলিভারি বয়টি একজন আলজেরিয়। তারপর থেকে পুলিশি নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন দেশের সাধারণ মানুষ। রাজধানীর জায়গায় জায়গায় দেখা দিচ্ছে জনতা-পুলিশ সংঘাত। উত্তেজনা ছড়িয়ে পড়ে ফ্রান্সের অন্যান্য ঐতিহ্যশালী শহর যেমন- লিঁও, তুঁলো, মার্সেইল, লিলেতে। বিক্ষুব্ধরা বহু গাড়ির টায়ার চালিয়ে দিয়েছেন। ভাঙচুর চালানো হয়েছে একাধিক দোকানপাট ও ব্যাঙ্কে। পুলিশকে লক্ষ্য করে আগুনের গোলা ছোঁড়া হয়। পরিস্থিতি সামলাতে ৪০০০০ অতিরিক্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করেছে সরকার। তাতেও বাগে আনা যাচ্ছে না বিক্ষোভকারীদের।

পরিবহন মন্ত্রী ক্লিমেণ্ট বন বলেছেন, তিন দিনের বিক্ষোভে দেশের গণপরিবহন ব্যবস্থা এখন ঘোরতর সঙ্কটে। বহু জায়গায় রাস্তা বন্ধ রাখা হয়েছে। প্যারিসের উত্তরে ১২ টি বাস ইতিমধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি যেরকম তাতে দেশে জরুরি অবস্থা ঘোষণা যে কোনো মুহুর্তে করা হতে পারে। তা নিয়েই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন রাষ্ট্রপতি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!