Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২৫, ২০২৩

দালাল চক্র নিয়ে সরব মদন : এনআরএস-এর পর এসএসকেএম থেকে দালাল চক্রের ৩ জনকে ধরল পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
দালাল চক্র নিয়ে সরব মদন :  এনআরএস-এর পর এসএসকেএম থেকে দালাল চক্রের ৩ জনকে ধরল পুলিশ

সাগর দত্ত হাসপাতালে রোগী ভর্তির দালাল চক্র নিয়ে সরব হয়েছিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার পরেই রবিবার এনআরএস হাসপাতাল থেকে রোগী ভর্তির ২ দালালকে ধরেছে লালবাজারের গুন্ডাদমন শাখা। সোমবার এসএসকেএম হাসপাতাল থেকে তিন দালালকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। এই তিন দালাল ভবানীপুরের বাসিন্দা। এদের বিরুদ্ধে অভিযোগ, মুমূর্ষু রোগীরা এসএসকেএম- হাসপালাতে ভর্তি হতে এলে এরা তাদের কাছ থেকে টাকা নিয়ে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিত। সোমবার এসএসকেএম হাসপাতালে সাদা পোশাকে লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা হাজির হয়ে হাতেনাতে এই তিন রোগী ভর্তির দালালকে ধরে ফেলে।

মদন মিত্র শনিবার অভিযোগ করেছিলেন, সাগর দত্ত হাসপাতালে দালাল চক্র সক্রিয় ভাবে চলছে। এর পিছনে কেষ্ট-বিষ্টুরা আছেন, এটা পরিকল্পিত দালাল চক্র। মুখ্যমন্ত্রীর কাছে এদের সম্পর্কে তিনি অভিযোগ জানাবেন এবং ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবেন বলেও শনিবার মদন মিত্র বলেছিলেন। শেষ পর্যন্ত এনআরএস হাসপাতাল থেকে রবিবার দু’জনকে রোগী ভর্তির দালাল চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে লালবাজারের পুলিশ। সোমবার এসএসকেএম থেকে আরও তিন হাসপাতাল দালাল চক্রের এজেন্টকে লালবাজারের পুলিশ ধরেছে।

রবিবার মদন মিত্রের অভিযোগকে সমর্থন করে ব্যারাকপুরের তৃণমূল নেতা অর্জুন সিং বলেন, মদন দার সমস্যা হচ্ছে বলেই তিনি অভিযোগ করেছেন। আসলে পুলিশের এই বিষয়ে সক্রিয় হতে হবে, যাদের কাছে টাকা চাইছে দালালরা, তাদের পুলিশকে টাকা চাওয়ার বিষয়টি জানাতে হবে। তবে কোনও বিধায়কের এলাকায় এই রকম সমস্যা হলে তাঁর বিষয়টি থামাতে হয়, তাই মদন দা সঠিক ভাবেই এই দালাল চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এদিকে এই একই বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, অন্যায় করলে অবশ্যই শাস্তি পাবে। কাউকে ছাড়া হবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!