- প্রচ্ছদ রচনা
- মে ৩০, ২০২২
৩ জুন মাধ্যমিকের ফলপ্রকাশ। ১৪টি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট।

দিন ঘোষণা হল মাধ্যমিকের ফলপ্রকাশের। চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হবে ৩ জুন। বিবৃতি জারি করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।সকাল ৯টা ফলপ্রকাশ করবেন পর্ষদ সভাপতি। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। মোট ১৪টি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে।
চলতি বছরে অফলাইনে হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগের নিয়মে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। ১৬ মার্চ শেষ হয়েছিল পরীক্ষা। ফলত ফল কবে প্রকাশিত হবে, তা নিয়ে আলোচনা চলছিল। আগেই জানা গিয়েছfল ৩১ মে একটি বৈঠক করা হবে, সেখানেই চূড়ান্ত হবে মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ। সেই মতো এদিন নির্ধারিত সময়েই বৈঠক হয়। তারপরই পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ৩ জুন চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হবে।
http://www.wbbse.wb.gov.in http://wbresults.nic.in http://www.exametc.com http://www.indiaresults.com http://www.results.siksha
সহ আরও কয়েকটি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়াও এসএমএসের মাধ্যমে দেখতে পাবেন রেজাল্ট।
❤ Support Us