- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২৯, ২০২৪
জুনেই জুনেইদের আত্মপ্রকাশ, সামনে এলো ‘মহারাজ’-এর পোস্টার

করসানদাস মুলজি, নিশ্চয়ই পরিচিত নাম নয় ! উনিশ শতকের একজন গুজরাটি সাংবাদিক, সমাজ সংস্কারক । বিধবা বিবাহের জন্য পরিবারচ্যুত হলেও যার প্রতিবাদ থেমে থাকেনি। তাঁকে বলা হত ‘বেনিয়াদের মার্টিন লুথার ‘। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসানের পর যখন শাসনভার ব্রিটেনের মহারাণী ভিক্টোরিয়ার হাতে সমর্পিত হয় তার পরে ,১৮৬২ খ্রিস্টাব্দে তাঁর বিরুদ্ধে এক মানহানির হামলা হয়েছিল। তিনি বৈষ্ণব বল্লভাচার্য সম্প্রদায়ের কিছু অসদাচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং এই ব্যাপারে একজন সন্ন্যাসি মহারাজের দিকে আঙুল তোলেন। মহারাজ মুলজির বিরুদ্ধে মানহানির মামলা করেন। ১৬২ বছর পরে সেই ঘটনাই উঠে আসছে পর্দায়। তবে বড় পর্দায় নয়, আপনার মুঠোফোনে। নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে মুলজির সেই লড়াইয়ের কাহিনী ‘মহারাজ’। আজ মুক্তি পেল তার পোস্টার।
View this post on Instagram
আমির খানের পুত্র জুনেইদের প্রথম আত্মপ্রকাশ ঘটতে চলেছে এই ছবির মাধ্যমে। মুলজির চরিত্রে আছেন তিনিই। এছাড়াও এই ছবিতে দেখা যাবে জয়দীপ অহল্বাত, শালিনী পাণ্ডে ও শর্বরী ওয়াঘকে। আগামী ১৪ জুন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘মহারাজ’। নির্দেশনায় আছেন সিদ্ধার্থ পি মলহোত্রা, যিনি ‘উই আর ফ্যামিলি’ এবং ‘হিচকি’-র মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন। ছবির কাহিনীকার বিপুল মেহতা ও স্নেহা দেশাই। যশরাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে ছবিটি। ছবির পোস্টার ক্যাপশনে লেখা, ‘একজন শক্তিশালী মানুষ এবং একজন নির্ভীক সাংবাদিকের মধ্যে সত্যের লড়াই।’ উনিশ শতকে ভারতের মাটিতে রয়ে যাওয়া কিছু মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনিকে উপজীব্য করে ‘মহারাজে’র কাহিনী এগোবে ।
নেটফ্লিক্সের এক্স হ্যান্দেলে পোস্টার প্রকাশ হতেই শুভানুধ্যায়ীরা প্রশংসায় ভরিয়ে দেন আমির-পুত্রকে। অভিনেত্রী শ্বালিনি পান্ডে লিখেছেন, ‘তোমার জন্য অনেক ভালোবাসা রইল।’ শ্রুতি হাসান লিখেছেন,’তর সইছেনা।’ অভিনেতার মা এবং আমিরের প্রাক্তন স্ত্রী কিরন রাও এবং আমির-কন্যা ইরাও ইন্সটাগ্রামে পোস্টারের ছবি প্রকাশ করেছেন।
❤ Support Us