Advertisement
  • দে । শ
  • আগস্ট ১৯, ২০২২

নিউ ইয়র্কে গান্ধীমূর্তি গুড়িয়ে দিল দুর্বৃত্তরা

আরম্ভ ওয়েব ডেস্ক
নিউ ইয়র্কে গান্ধীমূর্তি গুড়িয়ে দিল দুর্বৃত্তরা

নিউ ইয়র্কের একটি মন্দিরের সামনে মহত্মাগান্ধীর পূর্ণাঙ্গ মূর্তি গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত। সংখ্যায় ছিল তাঁরা ৬জন। দু সপ্তাহের মধ্যে, এই নিয়ে দুবার গান্ধীজির মূর্তির অবমাননার ঘটনা ঘটল।

নিউ ইয়র্কের তুলসি মন্দিরের সম্মুখে পূর্ণাঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে থাকতেন ভারতের জাতির জনক। দর্শনার্থীরা পরম শ্রদ্ধায় তাঁকে প্রণাম করত। হঠাৎ কী কারণে দুর্বৃত্তরা গান্ধীজিকে টার্গেট করল, কারন জানা যায়নি। নিউইয়র্ক পোস্ট বলছে, দূর্ভাগ্যজনক ঘটনায় ভারতীয় বংশোদ্ভূতরা হতবাক। ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সারাজীবন যিনি হিংসা, বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন, যাঁর শান্তির বাণী এখনও বিশ্বের যে কোনও প্রান্তে পীড়িত মানুষ আর মুক্তিকামীদের প্রেরণা হয়েছে, তাঁর মূর্তিতে হামলা, গত কয়েক বছর জুড়ে হঠাৎ বেড়ে উঠল কেন, তা উদ্বেগের বিষয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!