- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩১, ২০২৩
২ নভেম্বর এথিক্স কমিটির তলবে হাজির হচ্ছেন মহুয়া, চিঠি দিয়ে জানালেন তৃণমূল সাংসদ
লোকসভার এথিক্স কমিটির সম্মানার্থে আগামী ২ নভেম্বরেই লোকসভার এথিক্স কমিটির তোলবে হাজির হবেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান সোনকরকে চিঠি লিখে এই কথা জানিয়ে দেন মহুয়া। মঙ্গলবারই তিনি দিল্লি রওনা হয়ে যান।
মহুয়া তাঁর চিঠিতে বেশ কয়েকটি বিষয় তাঁর ঝাঁজালো দাবি পেশ করেছেন। তাতে তিনি উল্লেখ করেন, তিনি কমিটির সামনে তাঁর প্রাক্তন বন্ধু জয় আনন্দ দেহাদ্রাই এবং দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে প্রশ্ন করতে চান। মহুয়া মৈত্র তাঁর চিঠিত লিখেছেন, তাঁর প্রাক্তন বান্ধব জয় এথিক্স কমিটির সামনে হাজির হয়ে যা বলেছেন, তাতে তিনি তাঁর সম্পর্কে করা কোনও অভিযোগের পক্ষে কোনও লিখিত বা মৌখিক তথ্যপ্রমাণ দিতে পারেননি। নিজের মৌলিক অধিকার এবং ন্যায়বিচারের স্বার্থে মহুয়া তাঁকে পাল্টা প্রশ্ন করতে চান। তৃণমূল সাংসদ আরও লিখেছেন, তিনি তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে হলফনামা প্রদানকারী দর্শন হীরানন্দানিকেও প্রশ্ন করতে চান। কারণ, তিনিই হলেন সেই তথাকথিত ঘুষ প্রদানকারী ব্যক্তি। কমিটির চেয়ারম্যান সোনকরকে লেখা চিঠিতে তার পরেই মহুয়া লিখেছেন, তাঁর অনুরোধ, তাঁকে ওই দু’জনকে প্রশ্ন করতে দেওয়া হবে কি হবে না, তা যেন কমিটি লিখিত ভাবে তাঁকে জানায়। ওই দু’জনকে তাঁকে প্রশ্ন করতে না দিলে গোটা তদন্ত প্রক্রিয়াই ‘অসমাপ্ত এবং অন্যায়’ বলে প্রমাণিত হবে।
মহুয়া মৈত্রের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি হলে কেন্দ্রীয় সরকার তাঁকে জেলে বন্দি করুক। সেটা পারছে না বলে আগামী সংসদের অধিবেশনে তিনি জানতে অংশগ্রহণ না করতে পারেন সেই কারনেই তাঁকে এথিক্স কমিটি ডেকে পাঠিয়েছে। এথিক্স কমিটি কোনও ফৌজদারি বিষয়ক তদন্ত করতে পারে না। তার জন্য পৃথক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে। মহুয়ার আরও অভিযোগ, সংসদে কেন্দ্রের শাসকদলের যে গরিষ্ঠতা রয়েছে, ক্রমাগত তার অপব্যবহার করা হচ্ছে। এথিক্স কমিটি তাঁকে ডেকেছে কারণ তাঁর দল তৃণমূল বিজেপি বিরোধিতার প্রধান মুখ, তিনি নিজে আদানির বিরুদ্ধে সরব হয়েছেন।
চিঠিতে মহুয়া মৈত্র লিখেছেন, তিনি তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচির কথা লিখে ৫ নভেম্বরের পর এথিক্স কমিটির কাছে হাজিরার জন্য যাওয়ার কথা জানিয়ে চিঠি লিখেছিলেন। তবে তাঁকে এথিক্স কমিটি সেই সময় না দিয়ে ৩১ অক্টোবরের পরিবর্তে ২ নভেম্বর ডেকে পাঠায়। তিনি তাঁকে সময় না দেওয়ার বিরোধিতা করেও শেষ পর্যন্ত নিজের পূর্ব নির্ধারিত কর্মসূচি ফেলে ২ নভেম্বর এথিক্স কমিটির ডাকে সারা দিতে যাচ্ছেন।
❤ Support Us