Advertisement
  • Uncategorized দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৭, ২০২৪

সরকারি প্রকল্প রূপায়নে শীর্ষে ছিল রাজ্য, তবু অর্থ প্রদানে বাংলাকে বঞ্চনা কেন্দ্রের, অভিযোগ মমতার

মুখ্যমন্ত্রীর বার্তায় হাওড়া শিল্পাঞ্চলে নতুন বিনিয়োগের ইঙ্গিত

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি প্রকল্প রূপায়নে শীর্ষে ছিল রাজ্য, তবু অর্থ প্রদানে বাংলাকে বঞ্চনা কেন্দ্রের, অভিযোগ মমতার

হাওড়ার প্রশাসনিক সভা মঞ্চ থেকে আবারও কেন্দ্র বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রীয় প্রকল্প রূপায়নে বাংলা তালিকা শীর্ষে ছিল, আর সেজন্যই কেন্দ্রীয় সরকার প্রকল্পের অর্থ প্রদানে বাংলাকে বঞ্চিত করছে, এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার প্রশাসনিক সভা থেকে বলেন, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ দেওয়া নিয়ে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার ৷ তাঁর দাবি, একশো দিনের কাজ, গ্রামীণ রাস্তা, বাংলার বাড়ি প্রকল্প রূপায়নের তালিকায় এই রাজ্য শীর্ষে ছিল ৷ পাশাপাশি তিনি বলেন, মনরেগা প্রকল্পের ২১ লক্ষ জবকার্ড হোল্ডার কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছেন ৷ বঞ্চিতদের রাজ্য তহবিল থেকেই ২১ ফেব্রুয়ারি টাকা দেওয়া হবে, একথা তিনি আগেই ঘোষণা করেছেন ৷এখাতে বিপুল খরচ প্রসঙ্গেও মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন, ‘গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করি ৷ সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে, তাহলে নিজেকে ধন্য মনে করি ৷’

এ দিনের ভাষণে রাজ্যের সরকারি বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি । সেই প্রকল্পগুলি কিভাবে মানুষের উপকারে এসেছে, সেই ব্যাখ্যাও দেন ৷ পাশাপাশি তিনি হাওড়ার কথা উল্লেখ করেন ৷ তিনি জানান, এক সময় হাওড়াকে প্রাচ্যের ম্যানচেশ্টার বলা হত ৷ কিন্তু বাম আমলে এই জেলার পরিস্থিতি বেহাল হয়ে যায় ৷ কিন্তু এই সরকারের আমলে তার পরিবর্তন হয়েছে বলে তিনি দাবি করেন ৷এদিনের সভায় তিনি উল্লেখ করেন, উলুবেড়িয়াতে লজিস্টিক হাব তৈরি করছে অ্যামাজন। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে হাওড়ায় সাড়ে ৫ হাজার শিল্পে সাড়ে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। চাকরি হয়েছে ৬৭ হাজার মানুষের। আগামী দিনে আরও ২০ হাজার ৩০০-র বেশি শিল্পে ১১ হাজার ৮৩৩ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।আগামী দিনে ১ লক্ষ ৬০ হাজার ছেলেমেয়ের চাকরি হবে এই জেলাতেই।

এদিনের সভা মঞ্চ থেকে তিনি বলেন, ‘ আমার নাম আন্দোলন ৷ আমার নাম সংগ্রাম ৷ আমার জন্ম আন্দোলনের মধ্য দিয়ে ৷ আমার মৃত্যুও হবে আন্দোলনের মধ্যে দিয়ে আগামীদিনে কী কী করব, শুনলে চমকে যাবেন ৷ আমি আপনাদের পাহারাদার ৷ আমি জমিদার নই, জোতদার নই ৷ সরকারে আছি আপনাদের পাহারাদার হিসেবে ৷’

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!