Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২৯, ২০২৪

টোকিওর ব্যর্থতা প্যারিসে মেটালেন মনু, পদকের আশা বাড়ালেন নিখাত জারিন

আরম্ভ ওয়েব ডেস্ক
টোকিওর ব্যর্থতা প্যারিসে মেটালেন মনু, পদকের আশা বাড়ালেন নিখাত জারিন

টোকিও অলিম্পিকে তাঁকে ঘিরে স্বপ্ন দেখেছিল দেশবাসী। স্বপ্নপূরণ করতে পারেননি। নিজেও ভেঙে পড়েছিলেন। একসময় ভেবেছিলেন, শুটিং রেঞ্জ থেকেই সরে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত হাল ছাড়েননি। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছিলেন ফিরে আসার। আবার অলিম্পিকে যোগ্যতা অর্জন। অবশেষে ৩ বছর পর প্যারিসে এসে বাজিমাত। প্যারিস অলিম্পিক থেকে দেশকে প্রথম সোনা এনে দিলেন মনু ভাকের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন এই ভারতীয় শুটার। অল্পের জন্য রুপো হাতছাড়া করেছেন মনু।
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে মনুর মূল লড়াই ছিল দুই কোরিয়ান শুটারের সঙ্গে। ওহ ইয়ে জিন এগিয়েই ছিলেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে কিম ইয়েজির সঙ্গে লড়াই দারুণ জমে উঠেছিল মনু ভাকেরের। দু’‌বার দ্বিতীয় স্থানেও উঠে এসেছিলেন মনু। মনুর শেষ শটটি ছিল ১০.৩, ইয়েজির ১০.৫। শেষ পর্যন্ত আর রুপো আসেনি। ২২১.‌৮ পয়েন্ট পেয়ে রুপো জেতেন কিম ইয়েজি। আর ২২১.‌৭ পয়েন্টে রুপো জেতেন মনু ভাকের। কোরিয়ারই ওহ ইয়ে জিন জিতেছেন সোনা।
মনু ভাকের পদক জেতার দিনেই আশা বাড়িয়েছেন বক্সার নিখাত জারিন। দু’‌বারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন মহিলাদের ৫০ কেজি বিভাগে জার্মানির ম্যাক্সি কারিনা ক্লোয়েৎজারকে উড়িয়ে প্রি–কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। শুরুটা অবশ্য ভাল হয়নি নিখাত জারিনের। আক্রমম শানিয়ে নিখাতকে কোনঠাসা করে দিয়েছিলেন কারিনা। কিন্তু দারুণভাবে ফিরে এসে ৫–০ ব্যবধানে জয় তুলে নেন নিখাত জারিন।
মহিলাদের ব্যাডমিন্টনে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছেন পিভি সিন্ধু। ২১–৯, ২১–৬ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন মালদ্বীপের ফতিমথ নবাহা আব্দুল রাজ্জাককে। টেবিল টেনিসেও প্রথম রাউন্ডে জয়ে পেয়েছেন মনিকা বাত্রা ও সৃতা আকুলা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!