Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুন ১৩, ২০২৪

অগ্নিদগ্ধ ৪০ শ্রমিকের মধ্যে বাংলার এক ।নিহতদের দেহ ফেরত আনতে কুয়েতে পৌঁছলেন ভারতীয় বিদেশ প্রতিমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
অগ্নিদগ্ধ ৪০ শ্রমিকের মধ্যে বাংলার এক ।নিহতদের দেহ ফেরত আনতে কুয়েতে পৌঁছলেন ভারতীয় বিদেশ প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মঙ্গাফ শহরে গতকালের ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ৪০ ভারতীয়ের মধ্যে বাংলার শ্রমিকও রয়েছেন বলে জানা গিয়েছে । তবে ঠিক কতজন বাঙালি মৃতের তালিকায় আছেন তা স্পষ্ট নয়। ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং ইতিমধ্যে কুয়েত পৌঁছে গেছেন। হাসপাতালে আহতদের সঙ্গে দেখাও করেছেন তিনি। তাঁর ঘটনাস্থল ঘুরে দেখার কথাও আছে । বিদেশ মন্ত্রকের তত্বাবধানে মৃত শ্রমিকদের মরদেহ আজ দেশে ফেরানোর কথা। দেহ পৌঁছাতে গভীর রাত বা আগামীকাল ভোরও হতে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট কমিশনারও বিদেশ মন্ত্রকের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রাখছেন ।

গতকাল ভারতীয় সময় সকাল নটায় কুয়েতের মঙ্গাফ শহরে একটি আবাসনে আগুন লাগার ফলে ৪৯ জনের মৃত্যু ঘটে। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন ভারতীয়রা। অধিকাংশ তামিলনাড়ু ও কেরালার বাসিন্দা। উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের কয়েকজন শ্রমিকও ছিলেন। আগুনে পুড়ে যাওয়ার কারণে অধিকাংশেরই দেহে বিকৃতি দেখা দিয়েছে। ফলে তাঁদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। বাসিন্দারা বেশিরভাগই ঘুমন্ত ছিলেন বলে আগুন লাগার পর তাঁরা ঘর থেকে বেরোতে পারেন নি । দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের।

জানা গেছে, ওই আবাসনটিতে বেশীরভাগ পরিযায়ী নির্মাণ শ্রমিকেরাই বসবাস করতেন। কুয়েতের স্থানীয় সময় ভোর ছটায় আবাসনের রান্নাঘরে আগুন লেগে যায় এবং দ্রুত গোটা ভবনটিতে তা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তা জতুগৃহের চেহারা নেয়। বিদেশ থেকে বহুদূরে রোজগারের সন্ধানে এসে আগুনে পুড়ে বেঘোরে প্রাণ দিতে হবে, এমন কথা তাঁরা বা তাঁদের পরিবারের লোকজন স্বপ্নেও ভাবতে পারেননি। প্রধানমন্ত্রী মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!