Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৩, ২০২৩

আবার জোড়া গোল, মায়ামির জার্সি গায়েও মেসি ম্যাজিক চলছে

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার জোড়া গোল, মায়ামির জার্সি গায়েও মেসি ম্যাজিক চলছে

ইউরোপীয়ান লিগ ছেড়ে মেজর লিগ সকারের অচেনা পরিবেশে পা রাখার পর লিওনেল মেসিকে নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল, সাফল্য পাবেন তো?‌ ম্যাজিসিয়ানদের কাছে মঞ্চটাই আসল। কোথাকার মঞ্চে ম্যাজিক দেখাচ্ছেন, সেটা বড় কথা নয়। মেসি সম্পর্কেও সেই কথা বলা যায়। মেজর লিগ সকারে দারুণভাবে মানিয়ে নিয়েছেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা। তাঁর পায়ের জাদুতেই বদলে গেছে ইন্টার মায়ামি। মেসি যোগ দেওয়ার পর টানা তিন ম্যাচে জয় পেল। অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে মায়ামি।
বুধবার লিগস কাপে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে ম্যাচ ছিল ইন্টার মায়ামির। ৩–১ ব্যবধানে জিতেছে মায়ামি। জোড়া গোল লিওনেল মেসির। ইচ্ছে করলে হ্যাটট্রিক করতে পারতেন। কিন্তু স্বার্থত্যাগ করে সতীর্থ স্ট্রাইকার জোসেফ মার্টিনেজকে গোল করার সুযোগ করে দেন। এদিন অরল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। রবার্ট টেলরের চিপ করা বল বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের দুরন্ত সাইডভলিতে জালে পাঠান মেসি। মিনিট তিনেক পরই সিজার আরাউহোর গোলে সমতা ফেরায় অরল্যান্ডো। ম্যাচের প্রথমার্ধ ছিল ১–১।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় মায়ামি। মেসি নিজে শট না নিয়ে মার্টিনেজকে এগিয়ে দেন। পেনাল্টি থেকে গোল করে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন মার্টিনেজ। ৭২ মিনিটে মার্টিনেজের কাছ থেকে বল পেয়ে দুরন্ত সাইডভলিতে ৩–১ করেন মেসি। এই নিয়ে ইন্টার মায়ামির জার্সি গায়ে ৩ ম্যাচে ৫ গোল হয়ে গেল মেসির। পরপর দুটি ম্যাচে জোড়া গোল করলেন। এই জয়ের ফলে লিগস কাপে প্রি–কোয়ার্টার ফাইনালে উঠল ইন্টার মায়ামি।
কিছুদিন আগে মায়ামিতে লিওনেল মেসির দেওয়াল চিত্র নষ্ট করা হয়েছিল। ইন্টার মায়ামির সমর্থকদের অভিযোগ শহরের তাদের প্রধান প্রতিপক্ষ অরল্যান্ডো সিটির সমর্থকরা এই কাজ করেছে। মেসি যেন মাঠে নেমে তাংর দেওয়াল চিত্র নষ্ট করার মোক্ষম জবাব দিলেন।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!