Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১, ২০২৪

মাধ্যমিকের রেজাল্ট ২ মে। সকাল ৯ টা ৪৫ থেকে পর্ষদের ওয়েবসাইটেই জানা যাবে রেজাল্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
মাধ্যমিকের রেজাল্ট ২ মে। সকাল ৯ টা ৪৫ থেকে পর্ষদের ওয়েবসাইটেই জানা যাবে রেজাল্ট

অপেক্ষা আর মাত্র ২৪ ঘণ্টা, তারপরেই প্রকাশিত হতে চলেছে ২০২৪ সালের মাধ্যমিকের ফল । ৩০ এপ্রিল তরফে এক প্রেস বিবৃতিতে এই কথা জানিয়েছেন পর্ষদ সভাপতি সুব্রত ঘোষ।২ মে সকাল নটায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবেন সভাপতি, তারপর  বেলা ৯টা ৪৫ থেকে পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে ফল।
 
২০২৪ এর ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থী সংখ্যা ছিল ৯লাখের বেশি। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে চার লাখ পাঁচ হাজার নয়শো চুরানব্বই জন ছাত্র । এবছর ছেলেদের থেকে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি । ৫ লক্ষ ১৭ হাজার ১৯ জন ছাত্রী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ।
 
এবছর ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করল পর্ষদ।পরীক্ষার্থীরা পর্ষদের ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও রেজাল্ট বেরনোর দিন তাঁরা নিজেদের সংশ্লিষ্ট স্কুল থেকেও তা সংগ্রহ করতে পারবেন। ওই দিনই সকাল ১০ টা নাগাদ মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র স্কুলগুলি সংগ্রহ করতে পারবে।
 
নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলি হল-
 
    • বিবেকানন্দ বিদ্যাপীঠ(বোলপুর, বীরভূম)
    • ড. এস এম বিদ্যায়তন(রামপুরহাট বীরভূম)
    • চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির(চন্দননগর, হুগলী)
    • বহরমপুর মহারাণী কাশীশ্বরী গার্লস হাই স্কুল(বহরমপুর, মুর্শিদাবাদ)
    • জগাছা হাই স্কুল,(জগাছা, হাওড়া)
    • কাকদ্বীপ জ্ঞানদাময়ী বিদ্যাপীঠ (কাকদ্বীপ, দঃ ২৪ পরগণা)
    • কালিম্পং কুমুদিনী হোমস,(কালিম্পং)
    • মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়(মালদা)
 
পর্ষদের ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইট থেকে তাঁরা নিজেদের পরীক্ষার ফল জানতে পারবেন ।
 
এছাড়াও বেশ কিছু সংবাদ মাধ্যমের পোর্টালেও জানা যাবে মাধ্যমিকের ফল। গুগল প্লে স্তর থেকে ‘Madhyamik Results’, ‘Fastresult’ অ্যাপ ডাউনলোড করলে সেখান থেকেও পাওয়া যাবে ফল বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।
 
আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৪ শে ফেব্রুয়ারি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!