Advertisement
  • Uncategorized দে । শ
  • মে ২, ২০২২

ইচ্ছাপূরণের তপস্বী

দেড় হাজার শিশু কিশোরে্র সঙ্গে ইদের বাজারে বিধায়ক তাপস চ্যাটার্জি

আরম্ভ ওয়েব ডেস্ক
ইচ্ছাপূরণের তপস্বী

চিত্র: সংগৃহীত

সম্প্রীতি শুধু বার্তায় নয়, কর্মে-মর্মে যাপনের প্রতিটি ক্ষণে নিষ্ঠার সঙ্গে পালন করেন রাজারহাট নিউটান বিধানসভা কেন্দ্রের, তূণমূল কংগ্রেসের বিধায়ক তাপস চ্যাটার্জি। বঙ্গবাসীর সমস্ত উৎসবে, দুর্যোগে তিনি মানুষের পাশে থাকেন একজন নিরন্তর সেবী হয়ে । পুজো হোক কিংবা ইদ, পয়লা বৈশাখ, রাম নবমী থেকে বড়দিন সব অনুষ্ঠানেই তিনি মানুষের পাশে পৌঁছে যান । মানববতাকে গুরুত্ব দিয়ে সৌহার্দ্যের পতাকা উচিয়ে ধরেন । যে কোনো প্রয়োজনে এলাকাবাসী তাঁকে পেয়ে যান তাঁদের মাঝে । গোটা রমজান মাসে জুড়ে এলাকার দুস্থ মুসলিম পরিবারের পাশে থেকেছেন। ২৮ এপ্রিল এলাকার, ইফতার পার্টিতে আদ্যাপীঠের মুরালভাই ব্রক্ষ্মচারী আর ফুরফুরা শরিফের ত্বহা সিদ্দিকীকে সঙ্গে নিয়ে কোরান আর গীতার পারস্পরিক বিনিময়ে দিয়েছেন সৌহার্দ্যের বার্তা । একইভাবে ইদ উল ফিতরের ঠিক দুদিন আগে শনিবার রাজারহাটের দেড় হাজার খুদে ছেলে মেয়ের হাতে তুলে দিলেন ইদের উপহার— নতুন পোশাক । ‘এসো হাত ধরি ইদের বাজার করি’ এইরকম এক জনদরদী উদ্যোগে জনসাধারণের পাশে ছিলেন তাঁর কন্যা বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ আরাত্রিকা ভট্টাচার্য।

শুধু ইদ নয় বাঙালির প্রতিটি পার্বণে তিনি পৌঁছে যান অঞ্চলবাসীর দ্বারে। কখনো জামাকাপড়, কখনো বই, কখন খাবার নিজের হাতে বিলিয়ে দেন অঞ্চলের শিশু কিশোরদের মধ্যে । শিশুদের মতকে গুরুত্ব দিতে তাদের নিয়েই সরাসরি পৌঁছে যান বাজারে, দোকানে ।তাঁর এই কর্মসূচি প্রসঙ্গে, তাঁর সহাস্য জবাব, জনসেবক নয় বরং তিনি অভিভাবক হয়ে ছোটদের সঙ্গে মিশে গিয়ে যে কোনো উৎসবের আনন্দ উপভোগ করতে চান । ছোটোদের মুখের হাসিই তাঁর চরম পাওয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!