- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৪, ২০২৫
কলকাতা লিগের নাম হওয়া উচিত ওয়াকওভার লিগ, মন্তব্য মোহন সচিবের

খরা কাটিয়ে অবশেষে মরশুমের প্রথম ট্রফি ঢুকেছে ইস্টবেঙ্গলের ঘরে। বৃহস্পতিবার লাল-হলুদ শিবিরের শেষ ম্যাচ খেলার কথা ছিল যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়ামে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল শেষ পর্যন্ত মাঠে নামেনি। ফলে ওয়াকওভার পেয়ে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, কলকাতা লিগের নাম হাওয়া উচিত ওয়াকওভার লিগ।
এক সাক্ষাৎকারে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “আমরা যেদিন বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলকে সংবর্ধনা দিয়েছিলাম, সেদিন রাজ্যের ক্রীড়ামন্ত্রী বলেছিলেন মোহনবাগানের উচিত কলকাতা লিগে খেলার কথা। কিন্তু এই লিগে খেলার কোনও যুক্তি আমি দেখছি না। যে লিগ কোনও দিন শেষ হয় না, যে লিগের গুরুত্ব আইএফএ-র কাছেই নেই, সেই লিগকে গুরুত্ব দেব কী করে। কলকাতা লিগের আর কোনও গুরুত্ব নেই। আগের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছে। আইএফএ কলকাতা লিগকে হাস্যকর জায়গায় নিয়ে গেছে।”
ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে দেবাশিস দত্ত আরও বলেন, “আইএফএ অনেকদিন ধরেই চেষ্টা করছে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার। মহমেডান-ডায়মন্ড হারবার ম্যাচ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। ডায়মন্ড হারবারের কাছ থেকে পয়েন্ট কেড়ে মহমেডানকে দেওয়া হয়েছিল। সেদিন থেকেই কলকাতা লিগ জৌলুসহীন দিন হয়ে পড়েছে। মানুষ তো আর বোকা নয়। সবাই ব্যাপারটা বুঝতে পেরে গেছে। কোনও একটা বিশেষ দলকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করা হচ্ছে। ওয়াকওভার দিয়ে একটা দলকে চ্যাম্পিয়ন করা হয়েছে।
মোহনবাগানকে যদি এরকম ওয়াকওভার দিয়ে চ্যাম্পিয়ন করার চেষ্টা করা হত আমি নিতাম না। মোহনবাগান এই পরিস্থিতিতে পড়লে উল্টে আমি ডায়মন্ড হারবারের কাছে যেতাম এবং জিজ্ঞেস করতাম কবে খেলাটা করা যায়। ইস্টবেঙ্গল ক্লাবের শোভা পায় না এরকম ওয়াকওভার নিয়ে চ্যাম্পিয়ন হওয়া। এই আইএফএ লিগের নাম ওয়াকওভার লিগ হওয়া উচিত।”
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমে এই ম্যাচ হওয়ার কথা ছিল নৈহাটিতে। কিন্তু, ইস্টবেঙ্গল নৈহাটিতে এই ম্যাচ খেলতে রাজি হয়নি। তারপরই ম্যাচ যাদবপুরের কিশোর ভারতীতে স্থানান্তরিত করা হয়। কিন্তু, এবার ডায়মন্ড হারবার সেখানে খেলল না। কারণ, মাঠ নিয়ে তাদের কোনও আপত্তি নেই। আসলে, ১৬ ফেব্রুয়ারি আই লিগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচ খেলতে হবে ডায়মন্ড হারবার দলকে। সেই কারণেই কলকাতা লিগের ম্যাচ এড়িয়ে গেল কিবু ভিকুনার দল। কারণ, এদিনের ম্যাচে খেললে তাদের খেলোয়াড়দের চোট লেগে যেতে পারত। সেক্ষেত্রে আই লিগের ম্যাচে বিপাকে পড়তে হত ডায়মন্ড হারবার দলকে। তাই ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দেয়। আর তাতেই লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।
❤ Support Us