- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৩, ২০২৩
নবান্ন থেকে জানিয়ে দেওয়া হল পুজোয় কবে খোলা থাকছে মদের দোকান

দূর্গা পুজো বাংলার সবচেয়ে বড় উৎসব। উৎসবের দিনগুলি প্রত্যেকেই তাঁর মতো করে উদযাপন করতে চান। কেউ ঠাকুর দেখে, কেউ ভালো খাবার খেয়ে, কেউ আবার সুরায় গলা ভিজিয়ে পুজো পার করেন। তাই পুজোয় ক’দিন মদের দোকান খোলা থাকবে তা নিয়ে সুরাপায়ীদের মাথাব্যর্থার অন্ত থাকে না পুজোর আগে থেকেই। তবে এবার পুজোয় ক’দিন মদের দোকান বন্ধ থাকতে পারবে সেই সংক্রান্ত নির্দেশিকা নবান্নের তরফে জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, চাইলে দূর্গা পুজোয় কোনও মদ বিক্রেতা অষ্টমী ও দশমী দোকান বন্ধ রাখতে পারেন। তবে এই সিদ্ধান্ত বিবেচনা করবেন জেলা আবগারি দফতর। কোন মদের দোকানি পুজোর মধ্যে কবে দোকান বন্ধ রাখতে চান, সেটা জেলা আবগারি দফতরের কাছে চিঠি লিখে তাঁকে আবেদন করতে হবে। আবগারি দফতর এলাকা ভিত্তিক এক বা দুদিন মদের দোকান বন্ধের অনুমতি দেবে। ফলে এবার ধরেই নেওয়া যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মদের দোকান অষ্টমী ও দশমীর দিন বব্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
মূলত মদের দোকানে যাঁরা কাজ করেন তাঁদের কথা চিন্তা করে সরকারের কাছে এবার মদ বিক্রেতারা দূর্গা পুজোর মধ্যে মদের দোকান বন্ধের আর্জি জানিয়েছিলেন। কেননা দোকানে যাঁরা কাজ করেন তাঁদের কাছেও দূর্গা একটা পুজো উৎসব। তাদেরও পরিবারকে পুজোয় সময় দিতে ইচ্ছা করে। গত ২০১৬ সাল থেকে রাজ্যের মদের দোকানগুলি পুজোর সবকটি দিন খোলা থাকছে। আগে নিয়ম ছিল বৃহস্পতিবার ড্রাই ডে। তাই পুজোর মধ্যে একদিন বৃহস্পতিবার পড়লে সেদিন মদের দোকান ছুটি থাকবে। তা ছাড়া পুজোয় আগে অষ্টমীতে পুরো দিন এবং দশমীতে বিকেল পাঁচটার পর রাজ্যের মদের দোকান বন্ধ থাকত। ২০১৫ সাল পর্যন্ত এটাই ছিল পুজোয় মদের দোকান খোলার সময়সূচি। তবে ২০১৬ সাল থেকে ড্রাই ডে উঠে যায়। এখন বছরে রাজ্যে মোট পাঁচ দিন মদের দোকান বন্ধ থাকে, এই দিনগুলি হল, প্রজাতন্ত্র দিবস, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, মহরম এবং গান্ধীজয়ন্তীতে। তবে ২০১৬ সাল থেকে পুজোর চারদিনই মদের দোকান খোলা থাকতে শুরু করে। আর সপ্তাহে কোনদিনটি সাপ্তাহিক দোকান বন্ধ রাখা হবে সেটা ঠিক করে দিত জেলা আবগারি অফিস। কেননা বৃহস্পতিবার ড্ৰাই ডে তুলে দিয়ে সপ্তাহে যে কোনও একদিন দোকান বন্ধ রাখলেই হবে বলে সরকার নির্দেশ দেয়। এবার দেখার জেলা আবগারি দফতর মদের দোকানিদের আবেদনের ভিত্তিতে কোন এলাকায় পুজোর মধ্যে কোন দু’দিন মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়। উৎসবে,অনুষ্ঠানে মদ বিক্রির মধ্য দিয়ে রাজ্যে একটা বড় অংকের রাজস্ব আয় হয়।
❤ Support Us