- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৭, ২০২৫
জাতীয় গেমসে তীরন্দাজিতে পুরুষদের রিকার্ভে সোনা জিতলেন জুয়েল সরকার

জাতীয় গেমসে সোনার ছেলে জুয়েল সরকার। জাতীয় গেমসে বাংলার সপ্তম সোনাটি এল তাঁর হাত ধরেই। পুরুষদের রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন বাংলার এই তীরন্দাজ। এবছর তীরন্দাজিতে বাংলার এটাই প্রথম পদক।
বৃহস্পতিবার পুরুষদের রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে সার্ভিসেসের ইন্দ্র চন্দ স্বামীকে ৬–৪ সেটে হারিয়ে সোনা জিতেছেন জুয়েল সরকার। জাতীয় স্তরে বয়সভিত্তিক বিভাগে দীর্ঘদিন ধরেই সাফল্য এসেছে। কিন্তু সিনিয়র বিভাগে পদক অধরা ছিল। এবার জাতীয় গেমসে সেই আক্ষেপ মেটালেন রাজ্য সরকারের ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির এই শিক্ষার্থী। র্যাঙ্কিং রাউন্ডে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৮১ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে ছিলেন জুয়েল। এরপর কোয়ার্টার ফাইনালে হারান অলিম্পিয়ান জয়ন্ত তালুকদারকে। সেমিফাইনালে হারান তরুণদীপ রাইকে। ফাইনালেও বাজিমাত।
মিশ্র বিভাগে অবশ্য পদক হাতছাড়া করেন জুয়েল সরকার। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাসন্তী মাহাতোর সঙ্গে জুটি বেঁধে হারতে হয়েছিল। সেই হার থেকে শিক্ষা নিয়েই পুরুষদের ব্যক্তিগত বিভাগে সাফল্য। মাত্র ১২ বছর বয়সে রাজ্য সরকারের ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি আকাদেমিতে যোগদান করেন জুয়েল। তাঁর সোনা জয়ে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দুজনই জুয়েলকে অভিনন্দন জানিয়েছেন।
জুয়েলের সোনা জয়ের পাশাপাশি এদিন ফুটবলেও পদক এসেছে বাংলার। মহিলাদের ফুটবলে ব্রোঞ্জ এসেছে। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলার প্রতিপক্ষ ছিল দিল্লি। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২–২। টাইব্রেকারে বাংলা ৩–১ ব্যবধানে জয়ী হয়। এখনও পর্যন্ত মোট ২০টি পদক এসেছে বাংলার ঘরে। এর মধ্যে রয়েছে ৭টি সোনা, ৫টি রুপো ও ৮টি ব্রোঞ্জ।
❤ Support Us